উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।

উদ্দীপকে প্রথম অনুজীবটির নাম ভাইরাস। একটি প্রকৃত পরজীবী।  এরা জীব দেহ ছাড়া বা জীব দেহের বাইরে কোনো রকম জীবনের লক্ষণ দেখায় না।  আর সেই জন্যই ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। এই প্রজেক্টটি মানবদেহে নানা রোগ ছড়ানোর পাশাপাশি উদ্ভিদ এর জন্য নানা ধরনের রোগ সৃষ্টি। ভাইরাস আক্রমণের কারণে উদ্ভিদে যে সকল রোগ ব্যাধি হয়ে থাকে তা নিচে দেওয়া হলঃ

ক) ভাইরাসের কারণে  ধান গাছের টুংরো রোগ হয়। এই রোগে আক্রান্ত ধান ক্ষেতের ধান অতি তারাতারি ঝরে পড়ে।

খ) তামাক চাষে মোজাইক নামক যে রোগ হয় তা ভাইরাসের আক্রমণে হয়। এই রোগে আক্রান্ত তামাকের পাতা বিবর্ণ হয়ে যায়।

Leave a Comment