এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন

আমরা কথা বলার সময় একাধিক পদ এমনকি একটি সম্পূর্ণ বাক্যকে অনেক সময় একটি শব্দ দ্বারা প্রকাশ করে থাকি। একাধিক পদ কে সংক্ষেপে একটি বদ প্রকাশ করার নিয়ম কে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে। বিভিন্ন ভাষাবিদ গন একে ভিন্ন ভিন্ন নামে বলেন। যেমন: বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ, বা এক কথায় প্রকাশ।

বাক্য সংকোচন এর কতিপয় উদাহরণ:

  • অক্ষির সমক্ষে বর্তমান—- প্রত্যক্ষ
  • অকালে পক্ব হয়েছে যা—– অকালপক্ক
  • আয় বুঝে ব্যয় করেন যে —- মিতব্যয়ী
  • ইতিহাস রচনা করেন যিনি – ঐতিহাসিক
  • ঈষৎ আমিষ গন্ধ যার – আষটে
  • উপকারীর উপকার স্বীকার করে – কৃতজ্ঞ
  • উপকারীর উপকার স্বীকার করে না – অকৃতজ্ঞ
  • কোনক্রমেই যা নিবারণ করা যায় না – অনিবার্য
  • চক্ষুর সম্মুখে সংঘটিত – চাক্ষুষ
  • পা হতে মাথা পর্যন্ত — আপাদমস্তক
  • মৃতের মত অবস্থা– মুমূর্ষ
  • যা দীপ্তি পাচ্ছে — দেদীপ্যমান
  • যা জলে ও স্থলে চরে — উভচর
  • অতি দীর্ঘ নয় — নাতিদীর্ঘ
  • যার প্রকৃত বর্ণ ধরা যায়না — বন্ধুর
  • যা ক্রমশ বর্ধিত হচ্ছে –বর্ধিষ্ণু
  • যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ — শ্বাপদসংকুল

Leave a Comment

error: Content is protected !!