Homeইসলাম ও জীবনএক নজরে কুরবানির বিধি-বিধান

এক নজরে কুরবানির বিধি-বিধান

Author

Date

Category

এক নজরে কুরবানির বিধি-বিধান
▬▬▬ ◈◉◈▬▬▬
❖ ১. কুরবানির বিধান: সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি দেয়া সুন্নতে মুয়াক্কাদাহ (গুরুত্বপূর্ণ সুন্নত) মতান্তরে ওয়াজিব (আবশ্যক)।
❖ ২. কুরবানির পশু: উট, গরু, দুম্বা, ছাগল ও ভেড়া-নর ও মাদী।
❖ ৩. যে সকল পশু কুরবানি করা বৈধ নয়: স্পষ্ট কানা,স্পষ্ট অসুস্থ, ল্যাংড়া ও হাড্ডিসার পশু। (তিরমিযি, কিতাবুল হজ/ ৩৪)
❖ ৪. কুরবানির পশুর বয়স কমপক্ষে: উট ৫ বছর, গরু ২ বছর, ছাগল ও দুম্বা ১ বছর ও ভেড়া ৬ মাস।
❖ ৫. কুরবানির সময়-সীমা: ঈদুল আযহার সালাতের পর থেকে শুরু করে ঈদের পরে আরও তিন দিন পর্যন্ত (মোট চার দিন)
❖ ৬. জবাই: সম্ভব হলে নিজ হাতে জবাই করা সুন্নত। তবে অন্যের মাধ্যমে জবাই করা জায়েজ।
❖ ৭. গোস্ত বণ্টন: কুরবানির গোস্ত নিজে খাওয়া, আত্মীয়-প্রতিবেশীকে হাদিয়া দেয়া এবং গরীব মানুষদের দান করা সুন্নত। (তিন ভাগ করা উত্তম; আবশ্যক নয়)।
❖ ৮. গোস্ত সংরক্ষণ: পরবর্তীতে খাওয়ার উদ্দেশ্যে কুরবানির গোস্ত সংরক্ষণ করা বৈধ।
❖ ৯. কুরবানির চামড়া: ইচ্ছে করলে নিজে ব্যবহার করা যায় আবার তা সদকাও করা যায়। উভয়টাই জায়েজ ইনশাআল্লাহ।
❖ ১০. ভাগে কুরবানি: একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। তবে গরু বা উট সাত ভাগে কুরবানি দেয়া জায়েজ।
❖ ১১. মৃতের পক্ষ থেকে কুরবানি: মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে অথবা নিজের কুরবানিতে পরিবারের জীবিত ও মৃত সকলকে শামিল করে নিয়ত করা বৈধ। তবে মৃতের পক্ষ থেকে আলাদাভাবে কুরবানি করা সুন্নত নয়।
❖ ১২. কুরবানি দাতার জন্য করণীয়: জিল হজ্জ মাস শুরু হলে কুরবানি করা পর্যন্ত নখ-চুল ইত্যাদি কাটা বৈধ নয়। তবে অনিচ্ছা বা অজ্ঞতা বশত: কাটলে তার জন্য তওবা করতে হবে। এ জন্য আলাদা কোন কাফফারা নাই। পরিবারের অন্য সদস্যদের জন্য এ বিধান প্রযোজ্য নয়।
▬▬▬ ◈◉◈▬▬▬
লেখক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সউদী আরব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments