HomeAdmission Aidকবর - জসীমউদ্দীন | University Admission Preparation

কবর – জসীমউদ্দীন | University Admission Preparation

Author

Date

Category

  1. জসীমউদ্দীনের জীবনকাল — উত্তর: জন্ম ১৯০৩ – মৃত্যু ১৯৭৬ খ্রিস্টাব্দ।
  2. কবির জন্মস্থান কোথায়? উত্তর: ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে।
  3. ‘পল্লীকবি’ নামে কোন কবি পরিচিত? উত্তর: জসীমউদ্দীন।
  4. গ্রাম বাংলার সহজ সরল প্রকৃতির রূপ কার কবিতায় ফুটে উঠেছে? উত্তর: জসীমউদ্দীনের কবিতায়।
  5. বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তাঁর ‘কবর’ কবিতাটি কোথায় অন্তর্ভুক্ত হয়েছিল? উত্তর: প্রবেশিকা বাংলা সংকলনে
  6. কর্মজীবনের শুরুতে কোন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন? উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়।
  7. জসীমউদ্দীনের কোন কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে? উত্তর: নকশী কাথার মাঠ (১৯২৮)।
  8. কোন বিশ্ববিদ্যালয় কবিকে ডক্টরেট অব লিটারেচার উপাধি দেয়?
  9. উত্তর: কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
  10. কবির বিভিন্ন রচনাবলী: কাব্য: ‘সােজন বাদিয়ার ঘাট’, ‘বালুচর’, ‘ধানক্ষেত’, ‘রঙিলা নায়ে মাঝি’, ‘রাখালী’, ‘মাটির কান্না’ প্রভৃতি। স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনী: যাঁদের দেখেছি’, ঠাকুর বাড়ির আঙিনায়’, চলে মুসাফির’ প্রভৃতি। নাটক: ‘বেদের মেয়ে’, ‘পল্লী বধূ’। উপন্যাস: বােবা কাহিনী।
  11. কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: কল্লোল।
  12. কবর কবিতার জোড়ামানিক কারা? উত্তর: বৃদ্ধের পুত্র ও পুত্রবধূ।
  13. পুতুলের বিয়ে ভেঙে গেলে কে কেঁদে বুক ভাসাত? উত্তর: বৃদ্ধ দাদুর স্ত্রী।
  14. ‘আমারে দেখিতে যাইও কিন্তু ______ ‘শূন্যস্থানে কি বসবে?  উত্তর: উজান তলীর গাঁ।
  15. বৃদ্ধ কোন হাটে, কত পয়সার তরমুজ বিক্রি করতাে? উত্তর: শাপলার হাটে ছ পয়সা করি দেড়ী।
  16. বৃদ্ধ দাদুর তামাক ও মাজনের খরচ কত ছিল? উত্তর: দেড় পয়সা।
  17. নথ নেড়ে নেড়ে দাদি কি বলত? উত্তর: এতদিন পরে এলে।
  18. ‘শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি’ এর পরের লাইন কি? উত্তর: গণিয়া গণিয়া ভুল করে গণি সারা দিনরাত জাগি
  19. মাটিরে আমি যে বড় ভালবাসি, মাটিতে মিশায়ে বুক।’ কোন কবিতার অংশ? উত্তর: কবর
  20. বৃদ্ধের পুত্র কোন মাসে মারা যায়? উত্তর: ফাল্গুন মাসে।
  21. ঘরের মেঝেতে সপটি বিছিয়ে কাকে শােওয়ানাে হয়েছিল? উত্তর: বৃদ্ধের পুত্রকে।
  22. সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে’- কোন রচনার অংশ? উত্তর: কবর।
  23. আথালে কয়টি বলদ রয়েছে? উত্তর: দুইটি।
  24. ‘গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তােমার মা’— এখানে তাদের বলতে কাদের বুঝানাে হয়েছে? উত্তর: দুটি জোয়ান বলদ।
  25. বৃদ্ধের পুত্র বধূ তার কবরে কি ঝুলিয়ে দিতে বলল? উত্তর: স্বামীর মাথার মাথাল।
  26. ‘পরাণের ব্যথা মরে নাকো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে।’ – কোন কবিতার অংশ? উত্তর: কবর।
  27. নাতির বােনকে বৃদ্ধ দাদু কোথায় বিয়ে দেয়? উত্তর: কাজিদের বাড়ি।
  28. কোন সময়ে দাদু নাতনিকে বাড়ি নিয়ে আসে? উওর: শীতকালে।
  29. বাবা-মায়ের কবরে বসিয়া কে কাঁদতাে? উত্তর: বৃদ্ধের নাতনি।
  30. বৃদ্ধের নাতনি কিভাবে মারা গেল? উত্তর: পচানাে জ্বরেতে।
  31. পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার বীণ। কোন কবিতার অংশ? উত্তর: কবর।
  32. বৃদ্ধের ছােট মেয়ের বয়স কত ছিল? উত্তর: সাত বছর। মেয়েকে রেখে বৃদ্ধ কোন হাটে গিয়েছিল? উত্তর: গজনার হাটে। *
  33. বৃদ্ধের মেয়ে কিভাবে মারা গেল? উত্তর: সাপের দংশনে।
  34. ‘আপন হস্তে সােনার প্রতিমা কবরে দিলাম গাড়ি। এখানে সােনার প্রতিমা কে? বৃদ্ধ দাদুর মেয়ে।
  35. ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে’। কোন কবিতার অংশ? উত্তর: কবর।
  36. ‘আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে’ –এর পরের লাইন কি? উত্তর: দীন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে।
  37. কারা সারা রাত জেগে আলাে দেয়? উত্তর: জোনাকি মেয়েরা।
  38. কবর কোন ধরনের কবিতা? উত্তর: শােক কবিতা।
  39. গাছের পাতা কার শশাকে মুহ্যমান হতাে? উত্তর: বৃদ্ধের পুত্রবধূর শােকে।
  40. কবর কবিতায় কতজন পরম আত্মীয়ের মৃত্যু গাঁথা বর্ণিত হয়েছে? উত্তর: ৫ জন।
  41. কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর: রাখালী। কবর কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর: যাত্রিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। |
  42. ‘কবর’ কোন রসে রচিত? উত্তর: করুণ রসে।
  43. নকশী কাঁথার মাঠ’ কাব্যটি কে অনুবাদ করেন? উত্তর: Emmilford.
  44. রবীন্দ্রনাথ তাঁর স্ত্রীর মৃত্যুতে কি রচনা করেন? উত্তর: ‘স্মরণ’ (কবিতা গুচ্ছ)।
  45. রবীন্দ্রনাথের মৃত্যুতে যতীন্দ্রনাথ সেনগুপ্ত কি লেখেন? উত্তর: ২২ শ্রাবণ ১৩৪৮। |
  46. মানিক বন্দোপাধ্যায়ের মৃত্যুতে সুভাষ মুখােপাধ্যায় কি লেখেন? উত্তর: পাথরের ফুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments