যে ১০ টি তথ্য কাভার পেজ এ অবশ্যই উল্লেখ থাকতে হবে।

ইতিমধ্যেই তোমরা হয়তো জেনে গিয়েছো কিভাবে কভার পেজ লিখতে হবে।  তথাপিও  কভার পেইজ লেখা নিয়ে একটি আর্টিকেল লিখছি আশা করছি এই লেখার মাধ্যমে তোমরা উপকৃত  হবে।  কাভার পেজ তৈরি করার সময় যে সকল তথ্য অবশ্যই দিতে হবে তা নিচে দেওয়া হলঃ  

১. অ্যাসাইনমেন্টের শিরোনামঃ অ্যাসাইনমেন্ট এর শিরোনাম বা টাইটেল অত্যন্ত সুন্দরভাবে স্পষ্ট ভাবে লিখতে হবে।  বানানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।  শিরোনামে যাতে কোন বানান ভুল না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। 

২. এসাইনমেন্ট নম্বর: এ পর্যায়ে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের নম্বর উল্লেখ করতে হবে।  অর্থাৎ অ্যাসাইনমেন্ট নম্বর  ০১, ০২ বা ০৩  উল্লেখ করে দিতে হবে। 

৩. এসাইনমেন্ট জমা দানের তারিখঃ   কাভার পেইজে অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দানের তারিখ উল্লেখ থাকতে হবে।  

৪. বিদ্যালয়ের নামঃ কাবার পেইজে অবশ্যই তোমার বিদ্যালয়ের নাম উল্লেখ থাকতে হবে  এবং প্রতিটি ক্ষেত্রেই তোমার বানানের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। 

৫. শিক্ষার্থীর নামঃ  কাভার পেইজে অবশ্যই শিক্ষার্থীর নাম উল্লেখ থাকতে হবে।=

৬. শ্রেণি: তুমি কোন শ্রেণিতে পড়ছো তা লিখবে।

৭. শাখা:  তুমি কোন শাখায় পড়ছো তা লিখবে।

৮. রোল: তোমার রোল কত তা লিখবে।

৯. বিষয়ঃ কাভার পেইজে  বিষয় লিখতে হবে।  তাই সুন্দরভাবে বিষয়টি লিখে ফেলো।

১০.  শিক্ষকের নামঃ  তুমি যে বিষয়ে অ্যাসাইনমেন্ট  তৈরি করছ।  করছে বিষয়টি শিক্ষক ক্লাস পরিচালনা করে থাকেন তার নাম উল্লেখ করবে।

Leave a Comment