Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০০৩

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০০৩

Author

Date

Category

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৩
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। ‘মৈত্রী’অথবা‘বাংলা ভাষা’কবিতার সারমর্ম লেখ।

২। ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীতের প্রথম ছয় পঙক্তি মুখস্ত লেখ।

৩। সত্য/মিথ্যা নির্ণয় করঃ
ক) কসম ও দোহাই এর অর্থ অভিন্ন।
খ) ব্যঞ্জণবর্ণের শুরুতে “অ” উপসর্গ বসে।
গ) কি ও কী এর উচ্চারণ একই হলে অর্থ ভিন্ন।
ঘ) গুণবন্ত শব্দের অর্থ কি নিগুণ।
ঙ) “ এখানে বছর বছর বন্যা হয়। “ এখানে বছর দীর্ঘ সময় অর্থে দ্বিরুক্তি।

৪। সঠিক উওরের পাশে টিক চিহ্ন দাওঃ

৫। বাংলা অনুবাদ করঃ
ক) I should not have dame it.
খ) Iron is a precious metal.
গ) Parking precious metal.
ঘ) Bangladesh needs good teachers.
ঙ) I have bought it in this month.

৬। ভাব-সম্প্রাসরণ করঃ কীর্তিমানেরমৃত্যু নাই
৭। এক কথায় উওর দাওঃ
ক) আপনি বাঁচলে বাপের নাম। এখানে বাঁচা কী অর্থে ব্যবহৃত হয়েছে।
খ) ডিঙ্গি কোন জাতীয় শব্দ?
গ) জট’ এর বিশেষণ শব্দ কী?
ঘ) পূণ্য এর শুদ্ধ বানান কী
ঙ) উত্থান’ এর স্বন্ধি বিচ্ছেদ কর।

৮। চিড়িয়াখানায় ঘুরে এসে পশু পাখির বর্ণনা দিয়ে তোমার ছোট বোনকে একখানা চিঠি লিখ।

৯। শূণ্যস্থান পূরণ করাঃ
ক) মনে আমার ঝলসে উঠে একাওরের কথা —————-।
খ) বুলেটের ধোঁয়া আন্দোলিত ওড়নার মতো আস্তরণ বুনেছে ——-।
গ) কে কে কোথায় ভয়ংকর সুন্দরকে দেখিছিল————– ?
ঘ) গণ্যমান্য ব্যক্তিটির অদৃষ্টপূর্ব পোশাকের বর্ণণা দাও ——–।
ঙ) ইতিহাসের বিভিন্ন সময় বাংলার পাঁচটি জনপদের নাম লিখ —–?

১০। নিচের যে কোনো একটি বিষয়ের উপর অনুচ্ছেদ রচনা করঃ
ক) সুযোগ চাই মানুষ হব।
খ) চল বই পড়ি জীবন গড়ি।
গ) এসো কম্পিউটার শিখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments