Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০০৫

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০০৫

Author

Date

Category

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৫
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। দেয়া শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করঃ
বড়-ছোট,ইতিহাস,কাব্য, জনপদ, মানুষ।
ক) বাংলাদেশের হাজার বছরের ——- আছে।
খ) সে ইতিহাস জনপদের ——– আর গানের।
গ) বহুকাল আগে এদেশে —– গড়ে উঠে।
ঘ) নানা প্রকৃতি রং আর চেহারার —— এখানে।
ঙ) আকারে ও ——– মানুষ এদেশে।
২। যুক্ত বর্ণগুলোতে কি কি বর্ণ রয়েছে লেখঃ ক) হ্ন = ———————————-।
খ) জ্ঞ = ——————————————। গ) ঞ্চ = ————————————– ।
ঘ) হ্ম = ——————————————-। ঙ) ঞ্জ = —————————————-।
৩। ‘নতুনদা’ গল্পে কয়টি চরিত্র আছে তাদের নাম উল্লেখ কর। এদের মধ্যে কোন চরিত্রটি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং কেন?
৪। সংক্ষেপে উত্তর দাওঃ
ক) কোন কবিতায় কেতাবি শিক্ষা ও জীবন থেকে শিক্ষার তুলনা করা হয়েছে? খ) আমাদের জাতীয় কবি কত সালে মারা গেছেন? গ) থামি কি? ঘ) র‌্যাপার কি? ঙ) কোন কবির কবিতা লেখাপড়া অবস্থায় প্রকাশিত হয়?
৫। অর্থ লিখে মূল শব্দ দিয়ে বাক্য তৈরি করঃ
ক) তামাম ( ) ——————– খ) কার্ফু ( ) ———————— গ) গাউন ( ) ———————– ঘ) দস্তানা ( ) ————————- ঙ) ডিবা ( ) ————————-
৬। এক কথায় উত্তর দাওঃ
ক) ট্রাইপোস কি? খ) কোন যন্ত্রের সাহায্যে গাছের বৃদ্ধি অনুধাবন করা যায়? গ) শরৎচন্দ্র, বন্দে আলী মিয়া, শওকত ওসমান , সানজিদা খাতুন এদের মধ্যে কোন লেখক জীবিত আছেন? ঘ) র‌্যাপার কি? ঙ) রাজাদের রাজাকে সংক্ষেপে কি বলে?
৭। সঠিক উওরটি খাতায় লেখঃ
ক) কোন শব্দটিতে তিনটি যুক্ত বর্ণ রয়েছে? বিজ্ঞান/ গীতাঞ্জলি/রাষ্ট্র। খ) কোন শব্দটির বানান শুদ্ধ? পূর্বাহ্ন/ মধ্যাহ্ন/ অপরাহ্ন। গ) কোন পুরুষবাচক শব্দের পূর্বে স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ বসিয়ে স্ত্রীলিঙ্গ করা হয়? গায়ক/কবি/ কবিরাজ। ঘ) কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীলিঙ্গ রয়েছে? নায়ক/বর। ঙ) কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয়? কৃত্রিমতা বর্জিত/ ব্যাকরণের নিয়মানুযায়ী/ শুরুগাম্ভীর্য।
৮। সন্ধি বিচ্ছেদ করঃ ক) স্বাধিকার।
খ) ‘ঢাক ঢাক গুড় গুড়’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গ) ‘কু’ এর বিপরীত শব্দ কি?
৯। বঙ্গানুবাদ করঃ
ক) I have been suffering from fever for three days. খ) He is a friend of the poor.
১০। ভাব- সম্প্রসারণ করঃ অভাব অল্প হলে দুঃখ ও অল্প হয়
১১। মনে কর তোমার নাম ‘ক’ তোমার বাবার নাম ‘খ’ তোমার বাবা থাকে ‘গ’ তুমি থাক ঢাকা। তুমি কেন ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও এই অভিমত জানিয়ে তোমার বাবাকে পত্র লেখ।
১২। অনুচ্ছেদ রচনা করঃ আমার দেশ আমার অহংকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments