Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন- ২০০৭ সাল

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন- ২০০৭ সাল

Author

Date

Category

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন- ২০০৭ সাল

১। ধর বাঙালি অস্ত্র ধর’ এটা কার শ্লোগান? ক) রাজনৈতিক দলের খ) বুদ্ধিজীবীদের গ) বাঙালিদের ঘ) পাকিস্তানিদের
২। ‘পোশাক’ কোন ভাষার শব্দ? ক) পর্তুগীজ খ) ফারসি
গ) ফরাসি ঘ) বাংলা
৩। বাংলা বর্ণমালায় অর্ধমাত্র বর্ণ কয়টি? ক) ৪টি খ) ৮টি গ) ১০টি ঘ) ১২
৪। প্রকৃতির অন্তধ্বনি আগের ধ্বনিকে কী বলে? ক) উপধা খ) টি গ) ইৎ ঘ) উপসর্গ
৫। ড.মুহম্মদ শহীদুল্লাহ কোথা হতে ডি লিট লাভ করেন? ক) কলকাতা বিশ^বিদ্যালয় খ) ঢাকা বিশ^বিদ্যালয় গ) বিশ^ভারতী বিশ^বিদ্যালয় ঘ) সোরবন বিশ^বিদ্যালয়
৬। শামসুর রাহমান বংলা কত তারিখে মারা যান? ক) ২২ শ্রাবন ১৪১৩ খ) ২৩ শ্রার্বণ ১৪১৩ গ) ২ ভাদ্র ১৪১৩ ঘ) ৩ ভ্রাদ্র ১৪১৩
৭। সুন্দর তাদের নাম, যেন কবিতার মত মনোহর কাদের কথা বলা হয়েছে? ক) নদ নদী খ) মানুষ গ) গাছ গাছালি ঘ) পাখ পাখালি
৮। ‘হার্মাদ অর্থ কী? ক) বনদস্যু খ) জলদস্যু গ) শত্রু ঘ) মিত্র
৯। ‘মমি’ অর্থ কী? ক) মৃতদেহ খ) কৃত্রিমভাবে সংরিক্ষত মৃতহেদ গ) মিশরীয় ফারাও স¤্রাট ঘ) ফারাওদের মৃতদেহ
১০। বাংলাভাষায় গদ্যরীতিতে চলিত রীতির প্রবর্তক কে? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) প্রমথ চৌধুরী গ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ঘ) রাজা রামমোহন রায়
১১। বাংলা ভাষা যতি চিহ্ন কে প্রথম ব্যবহার করে? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) রাজা রামমোহন রায় গ) বস্কিমচন্দ্র ঘ) ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর
১২। কোনটিতে নিলীন বর্ণ বলে? ক) অ খ) আ গ) ই ঘ) এ
১৩।‘বাঁশি’ অর্থগতভাবে কী শব্দ? ক) যৌগিক খ) সাদিত গ) রূঢ়
ঘ) যোগরূঢ়
১৪। ‘দুঃখ বিনা সুখ লাখ হয় কি মহীতে’ কোনটি অনুসর্গ? ক) কি খ) মহীতে গ) বিনা ঘ) হয়
১৫। শব্দের আগে কি বসে? ক) অনুসর্গ খ) উপসর্গ গ) প্রত্যয় ঘ) বিভক্তি
১৬। ‘ষ’ কোন ভাষা রীতিতে ব্যবহৃত হয় না? ক) তৎসম খ) সংস্কৃত গ) সাধু ঘ) বিদেশি
১৭। কোনটি অঘোষ, মহাপ্রাণ ও দন্ত বর্ণ? ক) ত খ)থ গ) দ ঘ) ধ
১৮। ‘গোফখেঁজুরে’ বাগধারার অর্থ কি? ক) কর্মঠ খ) বাইরের ঠাঁঠ বজায় রাখা গ) বোকা ঘ) নিতান্ত অলস
১৯। ধন্যাত্মক অব্যয় কোনটি? ক) ছি ছি খ) মরি মরি গ) শন্ শন্ ঘ) হায় হায়
২০। ছান্দসিক কবি কে? ক) সুকুমার রায় খ) আব্দুল কাদির গ) সত্যেন্দ্রনাথ দও ঘ) কামিনী রায়
২১। মাদার তেরেসা কুন্ঠ রোগীদের জন্য কী প্রতিষ্ঠা করেন? ক) নির্মল হৃদয় খ) শিশু ভবন গ) প্রেম নিবাস ঘ) নব জীবন আবাস
২২। কোনটি যৌগিক ক্রিয়া? ক) শুনে রাখ খ) ঝিম ঝিম গ) প্রীত হলাম ঘ) দেখে রাখ
২৩। সকলের জন্য প্রযোজ্য-এক কথায় প্রকাশ কি হবে? ক) সর্বজনীন খ) বিশ^জনীন গ) সর্বগ্রাহ্য ঘ) প্রয়োগযোগ্য
২৪। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? ক) নাটিকা খ) নবীনা গ) প্রথমা ঘ) মালিক
২৫। নিত্য স্ত্রীবাচক কোনটি? ক) আয়া খ) দাদী গ) সতীন ঘ) মালিক
২৬। সাহস অর্থে কোনটি ব্যবহৃত হয়? ক) বুকের পাটা খ) বুক বাধা গ) বুকের পাতা ঘ) বুকফাটা
২৭। ‘’ি চিহ্নটি কোনটির? ক) প্রত্যয় খ) উপসর্গ গ) ধাতু ঘ) বিভক্তি
২৮। ‘ভাবুক’ এর সন্ধি বিচ্ছেদ? ক) ভাব + উক খ) ভৌ + উক গ) ভাবু + ক ঘ) ভৌ + বক ২৯। সূর্য এর প্রতিশব্দ- ক) অথর্ব খ) শশী গ) মহী ঘ) আদিত্য
৩০। অর্ধ তৎসম কোনটি? ক) হস্ত খ) মাথা গ) জোছনা ঘ) কামার
৩১। ‘দরিদ্র’ এর বিশেষরূপ কী? ক) দারিদ্রতা খ) দারিদ্র
গ) দরিদ্র ঘ) দরদি
৩২। তুমি কী চাও? এখানে কী কোন পদ? ক) সর্বনাম খ) বিশেষণ গ) বিশেষ্য ঘ) অব্যয় ৩৩। কোন সমাসে উভয় পদের অর্থ প্রধান হয়?
ক) বহুব্রীহি খ) দ্বন্ধ¦ গ) তৎপুরুষ ঘ) নিত্য
৩৪। কর্তৃ খ) কর্ম গ) করণ ঘ) অধিকরণ
৩৫। সুশৃঙ্খল পদ বিন্যাসকে কী বলে? ক) আকাক্সক্ষা খ) যোগ্যতা গ) আসওি ঘ) পদবিন্যাস
৩৬। কোনটি প্রযোজক উদাহরণ? ক) শিশুটি কাঁদছে খ) মা শিশুকে হাসান গ) সে চাঁদ দেখছে ঘ) কোনোটিই নয়
৩৭। উপকারীর অপকার করে যে এক কথায় প্রকাশ কি হবে? ক) কৃতজ্ঞ খ) কৃতঘœ গ) পরোপকারী ঘ) বেঈমান
৩৮। ‘অধ্যক্ষ’ এর সঠিক উচ্চারণ- ক) অধোখ খ) ওধ্যোক্ষ গ) ওধ্যখো ঘ) কোনোটিই নয় ৩৯। কোনটি ভাববাচক বিশেষ্য? ক) তিক্ততা খ) দারিদ্র গ) ভোজন ঘ) গোসল
৪০। সমধাতুজ কর্ম পদের উদাহরণ কোন বাক্যে আছে? ক) সে খাবার খেল খ) আমি বেশ ঘুম ঘুমিয়েছি গ) সে বই পড়ে ঘ) করিম পড়া পারে না
৪১। কী কারণে একটি চিঠি ডেড লেটার হয়? ক) গর্ভাংশ না থাকলে খ) শিরোনাম না থাকলে গ) স্পষ্ঠ ঠিকানার অভাবে ঘ) কোনটিই নয়
৪২। কোন বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও বিধেয় থাকে? ক) সাধারণ বাক্যে খ) সরল বাক্যে গ) যৌগিক বাক্যে ঘ) জটিল বাক্যে
৪৩। ‘সকল ছাত্ররাই ক্লাসে উপস্থিত।’ বাক্যটি কী দোষে দুষ্ট? ক) বাহুল্য দোষে খ) যোগ্যতার অভাব গ) আসওি ভুল ঘ) গুরুচন্ডালী ঘোষ
৪৪। দঐব রং ড়ঁঃ ড়ভ ষঁপশ’ এর সঠিক অনুবাদ কী? ক) তাঁর কপাল পুড়ছে খ) তাঁর পোড়া কপাল গ) সে ভাগ্যহীন ঘ) সে ভাগ্যের বাইরে
৪৫। ‘হ্ম’এর বিযুক্ত রূপ – ক) হ্ + ম খ) হ্ + চ গ) হ্ + গ ঘ) হ্ + প
৪৬। ‘ষ্ণ’ এর বিযুক্ত রূপ- ক) ষ্ + ণ খ) ষ্ + ত গ) ষ্ + ট ঘ) ষ্ + ছ
৪৭। ‘জ্ঞ’ এর বিযুক্তি রূপ- ক) জ্ + ঞ খ) জ্ + ট গ) জ্ + ছ ঘ) জ্ + প
৪৮। যে কোনো অঙ্কবাচক শব্দের সাথে অর্ধেক যুক্ত হলে-বলে? ক) সাড়ে খ) আড়ে গ) সোয়া ঘ) আড়াই
৪৯। কী আপদ লোকটি পিছু ছাড়তে না। এখানে আপদ অর্থ- ক) ঝামেলা খ) ভাল গ) উপকার ঘ) অস্থিকর
৫০। শব্দে পূর্বে ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ- ক) উপসর্গ খ) উপমা গ) উপসর্গ ঘ) উর্ষা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments