Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৯

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৯

Author

Date

Category

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৯
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

* সঠিক উওরের পাশে টিক চিহ্ন দাওঃ
১। ‘সুন্দর তাদের নাম যেন কবিতার মত মনোহর’ এটি কিসের সম্পর্কে বলা হয়েছে?
ক) মানুষ খ) নদী গ) ধান ঘ) ফুল
২। সুন্দরবনের বসচেয়ে দামি কাঠের নাম কী? ক) গেওয়া
খ) বাইন গ) পশুর ঘ) কেওড়া
৩। সিকানদার আবু জাফরের সাংবাদিকতার হাতে খড়ি কোন সংবাদপত্রে?
ক) দৈনিক ইওেকাফ খ) দৈনকি মিলাত গ) দৈনিক সমকাল ঘ) দৈনিক নবযুগ
৪। ভাবুক -এর সন্ধি বিচ্ছেদ কী?
ক) ভাব + উক খ) ভৌ + অক গ) ভৌ + উক ঘ) ভো + অক
৫। আহবানের সঠিক উচ্চারণ কী?
ক) আহ্ভান খ) আওভান্ গ) আহ্বান্ ঘ) আহব্বান্
৬। কোন বানানটি ভুল?
ক) বিদ্বান খ) চতুস্পদ গ) পিপীলিকা ঘ) দুনীর্তি
৭। তিন ফলের সমাহার = ত্রিফলা-কোন সমাস? ক) দ্বি- খ) তৎপুরুষ গ) দ্বন্ধ¦ ঘ) বহুব্রীহি
৮। কোন বানানটি শুদ্ধ? ক) সন্নাসী খ) সন্ন্যসি গ) সন্ন্যাসি ঘ) সন্ন্যাসী
৯। গ্রীষ্মকালের আরেক নাম কী?
ক) কষ্টের মাস খ) মধুমাস গ) ফুলের কাল ঘ) রসের কাল
১০। ‘পুতুলের মিউজিয়াম’-এর লেখক কে?
ক) হাবীবুর রহমান খ) মহাদেব সাহা গ) সিকানদার আবু জাফর ঘ) আতোয়ার রহমান
১১। রবীন্দ্রনাথের ছোটদের জন্য লেখা সংকলন কোনটি? ক) সঞ্চায়িতা খ) কৈশোরক গ) সঞ্চিতা ঘ) আঙুর
১২। পুকুরে মাছ আছে-এখানে ‘পুকুরে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে ৭মী খ) অপাদানে ৭মী গ) কর্মে ৭মী ঘ) সম্প্রদানে ৭মী
১৩। সমষ্টিবাচক বিশেষ্য কোনটি?
ক) কলম খ) জনতা গ) মানুষ ঘ) শয়ন
১৪। ‘একসূত্রে’ গল্পে আগস্তক ব্যক্তি কে?
ক) ইন্সপেক্টর খ) করিম গ) রহিম ঘ) আরশাদ খাঁ
১৫। ভাববাচক বিশেষ্য কোনটি?
ক) লবণ খ) গমন গ) পাহাড় ঘ) কৃপন
১৬। মহৎ এর স্ত্রী লিঙ্গ কী?
ক) মহিয়সী খ) মহতী গ) মনিষী ঘ) মহাত্মা
১৭। জনৈক বঙ্গমহিলা নামে কে খ্যাত?
ক) সানজদিা খাতুন খ) কামিনী রায় গ) সুফিয়া কামাল ঘ) সাহিদা বেগম
১৮। প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক) প্রথমে খ) মাঝে গ) শেষে ঘ) প্রথমে ও শেষে
১৯। ‘প্রিয় স্বাধীনতা’ কবিতায় কবি কোন নদী পাড়ি দিতে চেয়েছিলেন?
ক) মেঘনা খ) তিতাস গ) ব্রহ্মপুত্র ঘ) বুড়িগঙ্গা
২০। কোনটি যোগরূঢ় শব্দ? ক) পদ্মফুল খ) বাঁশি গ) পঙ্কজ ঘ) সন্দেশ
২১। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ক) পর্তুগীজ খ) ফরাসি গ) ফারসি ঘ) ওলন্দাজ
২২। চৌহদ্দী কোন ধরনের শব্দ? ক) তৎসম খ) মিশ্র গ) দেশি ঘ) যৌগিক
২৩। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয় নি-এটি কেমন বাক্য? ক) সরল খ) জটিল গ) মিশ্র
ঘ) যৌগিক
২৪। ‘গোঁফখেজুরে’ বাগ্ধারাটির অর্থ কী? ক) বড় গোঁফ খ) অলস গ) সাহসী ঘ) ভীতু
২৫। ‘মৃতের মতো অবস্থা যার’ এক কথায়- ক) মুমুর্ষ খ) মুমুর্ষু গ) মুহূর্ষু ঘ) রাশি
২৬। ‘মন্ত্রী’ এর বহুবচন করতে হলে নিচের কোনটি যোগ করতে হয়? ক) পুঞ্জ খ) মালা গ) বর্গ ঘ) রাশি
২৭। বাংলা সাহিত্যে প্রথম যতি বা ছেদ চিহ্ন ব্যবহার করেন কে?
ক) ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর খ) মঙ্কিমচন্দ্র গ) প্যারিচাঁদ মিত্র ঘ) শরৎচন্দ্র
২৮। শব্দ তত্ত্বের অপর নাম কী? ক) রূপত্ত্ব খ) পদক্রম গ) ধ্বনিতত্ত্ব ঘ) কোনোটি নয়
২৯। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক) ঘোষ খ) অঘোষ গ) মহাপ্রাণ ঘ) অল্পপ্রাণ
৩০। উষ্মধ্বনি কোনটি? ক) র খ) শ গ) ড় ঘ) ঃ
৩১। আদ্র-এর বিপরীত শব্দ কোনটি? ক) সরল খ) শুষ্ক গ) ভিজা ঘ) গরল
৩২। সূর্যের সমার্থক শব্দ কোনটি? ক) শশাঙ্ক খ) তপন গ) তনয় ঘ) নৃপতি
৩৩। অপরিবর্তনীয় পদকে কী বলে? ক) অব্যয় খ) বিশেষ্য গ) বিশেষণ ঘ) কোনোটি নয়
৩৪। কোনটি জাতিবাচক বিশেষ্য? ক) মানুষ খ) দুধ গ) লবণ ঘ) সমিতি
৩৫। ‘পুলক’ শব্দের বিশেষণ কোনটি? ক) পুলকহীন খ) পুলকময় গ) পুলকিত ঘ) পুলক
৩৬। শূণ্যস্থান পূরণ করঃ
ক. আলোয়ান শব্দের অর্থ —– ।
খ. বাঘের চামড়াকে এক কথায় ——।
গ. কুৎসা -এর বিপরীত শব্দ —— ।
ঘ. পরিষ্কার এর সন্ধি বিচ্ছেদ ——–।
ঙ. কুলি -এর স্ত্রী লিঙ্গ ——-।
৩৭। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার পূর্ব রাতের অনুভূতি কী রকম ছিল তা ৫টি বাক্যে প্রকাশ কর।
৩৮। ‘শিক্ষাই জাতির মেরুদন্ড’’-৫টি বাক্যে ব্যাখ্যা কর।

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments