Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন – ১৯৯১

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন – ১৯৯১

Author

Date

Category

১. ভাব-সম্প্রসারণ কর (যে কোনো ১টি)

ক) কথায় সাথে মেলাও হাত তবেই হবে কিস্তিমাত।

খ) যত বড় হোক ইন্দ্রধনু তা তো সুদূর আকাশে আঁকা, আমি ভালবাসি মোর ধরণিরপ্রজাপতির পাখা।

২. বঙ্গানুবাদ করঃ

There is a river close to our village. Every morning and evening we go out for a walk by the bank of the river. There are rows of trees by the both sides of the rivers. There is a field by the side of the river. There grows paddy in the field.

৩. অশুদ্ধ শব্দগুলো শুদ্ধ করে লেখ।

উজ্বল, মুমুর্ষ, মুহুর্ত, পূর্নবান, অদ্ভূদ।

৪. সাধু ভাষাকে চলিত ভাষায় রূপান্তরিত করঃ

ক) আমি মাঠে খেলিতে যাইতেছি।

খ) আমরা বিদ্যালয়ের মাঠের দিকে খেলিতে যাইতেছি।

গ) এখন আমরা খেলতে যাইব।

ঘ) সে ফিরিয়া আসিবে কি না ভরসা পাই না।

৫. সঠিক উত্তরের পার্শে টিক (√) চিহ্ন দাওঃ

ক) ‘মালীর’ স্ত্রী লিঙ্গ- মালিক/মালিনী/ মালীনী।

খ) কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন- ১৯২৭/ ১৯০৬/ ১৮৯৯ সালে।

গ) ‘তৎসম শব্দ কোনটি? – কান/ বৃক্ষ/ বোন।

৬. সন্ধি-বিচ্ছেদ করঃ

বৃহস্পতি, স্বাগত।

৭. সবুজ পাতার বই অনুযায়ী লেখক বা কবি পরিচিতিতে ঠিক যতটুকু লেখা আছে সেই অনুসারে ড. মুহম্মদ শহীদুল্লাহ অথবা সৈয়দ মুজতবা আলীর জীবনী বর্ণনা কর।

৮. সবুজ পাতা বই অনুসারে ‘সংকল্প’ কবিতার সারমর্ম লেখ।

৯. রচনা লেখঃ

ক) একটি ভূতের গল্প।

খ) আমি ও আমার পরিবার।

গ) স্বাধীনতা হীনতায় কে বাচিঁতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments