Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০১১

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০১১

Author

Date

Category

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১১
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। সঠিক উওরটি পাশে টিক (√) টিক চিহ্ন দাওঃ
১। মাতৃভূমির হারানো ঐতিহ্য ও হৃতসম্পদ পুনরুদ্বারের আকুলতা প্রকাশিত হয়েছে কোন কবিতায়?
ক) মানুষ জাতি খ) সুখ গ) নোলক ঘ) জন্মেছি এই দেশে
২। কোন মানুষ প্রকৃত সূুখী হতে পারে না? ক) সমাজ বিচ্ছিন্ন মানুষ খ) সমাজ ত্যাগী মানুষ গ) সমাজবিমুখ মানুষ
ঘ) সমাজ বিরোধী মানুষ
৩। কোন গাছের কাঠ থেকে কাগজ তৈরি হয়? ক) পশুর খ) ধুন্দল গ) গেওয়া ঘ) গড়ান
৪। ‘বাংলা’ নামটি কোন শব্দ থেকে এসেছে? ক) বঙ্গ খ) বাঙ্গাল গ) বাঙ্গালী ঘ) বাঙ্গালা
৫। ‘সততার পুরষ্কার’ কোন ধরনের রচনা? ক) কাহিনি খ) প্রবন্ধ গ) গল্প ঘ) রূপকথা
৬। উপেন্দ্রকিশোর রায় ও সত্যজিৎ রায়ের সর্ম্পক কী? ক) মামা ভাগ্নে খ) পিতা পুত্র গ) দাদা নাতি ঘ) চাচা ভাতিজা
৭। ‘সুমধুর’ কথাটির অর্থ কী? ক) রমণীয় খ) মধুর গ) মধুরতর ঘ) অত্যন্ত মনোহর
৮। কোনটি ‘পদ্ম’ এর সমার্থক শব্দ নয়? ক) পষ্ক খ) কমল গ) সরিৎ ঘ) সরোজ ৯। ‘অত্যন্ত’ শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে? ক) সমাস খ) সন্ধি গ) প্রত্যয় ঘ) উপসর্গ
১০। ‘নীতি’ এর বিশেষণ কি? ক) ন্যায্য খ) নৈতিক গ) নীতিগত ঘ) ন্যায়
১১। সাধু ও চলিত ভাষার কোন কোন পদে বিশেষ পার্থক্য দেখা যায়? ক) বিশেষ্য ও বিশেষণ খ) ক্রিয়া ও সর্বনাম গ) ক্রিয়া ও বিশেষণ ঘ) বিশেষণ ও সর্বনাম
১২। ‘আমরা দুই মাস ধরে বিশ^কাপ খেলা দেখতে থাকব। এটি কোন কালের উদাহরণ? ক) পুরাঘটিত ভবিষ্যৎ খ) ঘটমান ভবিষ্যৎ গ) ভবিষ্যৎ অনুজ্ঞা ঘ) সাধারণ ভবিষ্যৎ
১৩। সমোচ্চরিত শব্দের কোনটি ভিন্ন হয়? ক) বানান খ) অর্থ গ) বানান ও অর্থ ঘ) বানান, অর্থ ও উচ্চারণ
১৪। কোনটি তারিখবাচক শব্দ? ক) বিশে খ) বিশ গ) কুড়ি ঘ) বিংশ
১৫। কোনটি অধিকরণ কারকের উদাহরণ? ক) তিলে তৈল হয় খ) তিলে তৈল আছে গ) দুধে ঘি হয় ঘ) মেঘে বৃষ্টি হয়
এক কথায় উত্তর দাওঃ
১৬। পরীক্ষার অকৃতকার্য হলে লজ্জায় মাথা কাটা যাবে। এখানে ‘মাথা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ সম্মান।
১৭। দ্বিরুক্ত শব্দ কয় রকম হতে পারে? উওরঃ ৩ প্রকার।
১৮। অর্থের দিক দিয়ে ‘বাঁশি’ কোন ধরনের শব্দ? উত্তরঃ রূঢ়ি।
১৯। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার ও কি কি? ক) ২ প্রকার। সমাপিকা ও অসমাপিকা।
২০। ‘বর্ণ’ শব্দে ‘ণ’ ব্যবহৃত হয়েছে কেন?
শূর্ণস্থান পূরণ করঃ ২১। পুরষ্কার’ শব্দের বিপরীত শব্দ ——-। ২২। ‘ডুমুরের ফুল’ বাগধারার অর্থ ——-।
২৩। ‘‘উপস্থিত বুদ্ধি আছে যার’’ এক কথায় ——-।
২৪। উপসর্গের ——— নেই।
২৫। চাহিদা ——- ভাষার শব্দ।
২৬। অনাধিক ১০ বাক্যে অনুচ্ছেদ লেখঃ ‘
শীতের পিঠা’
২৭। ১০ বাক্যে ব্যাখ্যা করঃ ‘সর্বদা আমরা দেশের তরে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments