Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০১৬

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০১৬

Author

Date

Category

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৬
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উওর দাওঃ
পৈত্রিকসূত্রেই কাফি ও মনির সাহেব বিওশালী। কাফি সাহেব নিজের সুখের জন্য আলাদা বাড়ি গাড়ি করেছেন। এমন কি বিদেশ ভ্রমনের ও প্রচুর অর্থ ব্যয় করে নিজেকে সুখী মনে করেন। অন্যদিকে মনির সাহেব পৈত্রিক নিবাসেই থাকেন। কিন্তু নিজ খরচে পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। এলাকার গরিব মানুষদের উপকার করেই তিনি আত্মতৃপ্তি পান।

ক) সুখ কবিতায় ‘জিনিবে’ শব্দটির অর্থ কি?
খ) ‘সুখ’ কবিতার ‘বিধাতা’ অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
গ) ‘সুখ’ কবিতায় যতই কাঁিদবে, যতই ভাবিবে ততই বাড়িবে কী?
ঘ) উদ্দীপকের কাফি সাহেব সুখূ হবার যে প্রক্রিয়াটি অনুসরণ করেছেন ‘সুখ’ কবিতা অনুযায়ী তাতে তাঁর মধ্যে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে তা একটি বাক্যের মাধ্যমে তুলে ধর।
ঙ) ‘সুখ’ কবিতার ‘প্রত্যেকে মোরা পরের তরে’ চরণটির ভাবার্থ উদ্দীপকের কোন চরিত্রের মধ্যে লক্ষ করা যায়।
২। বন্ধনীর ভিতর থেকে সঠিক শব্দটি বাছাই করে উওর অংশে শুধু সঠিক শব্দটি লেখ।
ক) বক্তার প্রত্যক্ষ উক্তিকে (উদ্ধকরণ/কোলন) চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়।
খ) পরস্পর সর্ম্পক বোঝাতে (হাসিহাসি/গলাগলি) দ্বিরুক্ত শব্দটির ব্যবহার হয়েছে।
গ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ একটি (কাব্যগ্রন্থ/উপসন্যাস)।
৩। সঠিক উওরটি টিক চিহ্ন দাওঃ
১। নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন? ক) ন্ত খ) শ্চ গ) ক্ষ ঘ) ন্স
২। মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থ কার জন্য দান করেছেন?
ক) দুঃখীজনের খ) ছাত্র-ছাত্রীদের গ) ক্ষুধার্তদের ঘ) প্রতিবন্ধীদের
৩। মুক্তিযুদ্ধ আমাদের জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিরদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কীভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়’-এ বিষয়টি নিচের কোন পাঠে ব্যক্ত করেছেন?
ক) জন্মভূমি খ) ফাগুন মাস গ) তোলপাড় ঘ) অমর একুশে
৪। ‘কার্যে বিরতি’ অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
ক) হাত করা খ) হাত থাকা গ) হাত গুটান ঘ) হাত আশা
৫। হিত + অহিত এর সন্ধিবন্ধ রূপ কোনটি?
ক) হিতহিত খ) হিতঃহিত গ) হিতোহিত ঘ) হিতাহিত
৪। শূণ্যস্থান পূরণ করঃ
ক) নোবেল বিজয়ী অমর্ত্য সেন পারিবারিক সম্পর্কের দিক থেকে সত্যেন সেনের ——–।
খ) মেডিকেল কলেজের শিক্ষার্থীর ——- ফেব্রুয়ারি রাতারাতি শহিদ মিনার বিশেষ্য নির্মাণ করেন।
গ) ‘লালিমা’ বিশেষণ পদটির বিশেষ্য রূপ হলো ———–।
ঘ ‘দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ দুনিয়া সবারি জনম বেদি।’ এ চরণ দুটি ——— কবিতার অংশ।
ঙ) ‘বাংলাদেশ চিরজীবী হোক। -এ বাক্যটি ভাবগত দিক থেকে ————- বাক্য।
৫। সংক্ষেপে সঠিক উওর লেখ।
ক) ব্যাকরণের কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে কী বলে?
খ) ‘বাঁচতে দাও’ কবিতার নরম রোদে কোন পাখি নাচ জুড়েছে?
গ) ‘তাকে বল।’ এ বাক্যে ‘তাকে কোন কারক?
ঘ) ‘অনেকের মধ্যে একজন’ এর এক কথায় কি হবে?
ঙ) ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্যকে কী বলা হয়?

৬। প্রশ্নের উত্তর দাওঃ
ক) স্বাধীনতার পর মাদার তেরেসা প্রথম বাংলাদেশে কত সালে আসেন এবং কোন কোন কাজে নিজেকে নিবেদিত করেন?
খ) মিনুর অভিনব জগতের শত্রুগুলো কী কী? পিঁপড়াগুলোকে মিনুর কেন বন্ধু মনে হয়?
গ) নিচের শব্দগুলো কোনটি কোন পদ তা নিচের ঘরে লেখ।
৭। শিমমুদের পরিবার ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় থাকে। সে সকালে ঘুম থেকে উঠে পড়াতে বসেছে। হঠাৎ তার মনে হলো টেবিল চেয়ার সব কাঁপছে। বাইরে থেকে ও ভূমিকম্প হচ্ছে বলে সে চিৎকার শুনতে পাচ্ছে। এমতাবস্থায় শিমুর কী কী করণীয় তা অনধিক বাক্যে লিখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments