১। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ কবির এ উক্তিটির তাৎপর্য বর্ণনা কর।
২। কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমাদের দেশের মাটিকে খাঁটি সোনার চাইতে খাঁটি বলেছেন কেন?
৩। “মানুষের জীবন যে এত সুন্দর এত পবিত্র হয় তা বিশ্বাস করতে মন চায় না” — ‘মহৎ প্রাণ’ গল্পে লেখকের এ মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা কর।
৪। নিচের এলোমেলো শব্দসমূহকে সাজিয়ে সম্পূর্ণ বাক্য তৈরি করঃ
ক) দোর খোল হল ভোর উঠরে খুকুমনি। খ) উঠেছে ছাপিয়ে কূল যমুনার বর্ষায়। গ) কঠোর উন্নতির দরকার পরিশ্রম জন্য। ঘ) আসে বর্ষা গ্রীষ্মের পরে। ঙ) সে নয় বড় আপনারে বলে বড়।
৫। শূন্যস্থান পূরণ করঃ
ক) ভাষার ব্যবহৃত বর্ণ সমষ্টিকে —- বলে। খ) কুজঝটিকা শব্দের অর্থ —–। গ) মুন্সী আবদুল রব —— সালে জন্মগ্রহণ করেন। ঘ) ——+ অক = গায়ক। ঙ) কিসের আশায় করছে তারা — মরণ যন্ত্রণাকে।
৬। বন্ধনীর নির্দেশিত অর্থে ‘পাকা’ শব্দটি দিয়ে বাক্য গঠন করঃ
ক) পাকা (দক্ষ) খ) পাকা (ঝানু) গ) পাকা (পরিপূর্ণ) ঘ) পাকা (মজবুত) ঙ) পাকা (খাঁটি)
৭। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ তা লিখঃ
ক) শরীর; খ) দারিদ্র্য গ) শয়ন ঘ) দল ঙ) ধার্মিক
৮। বাম পাশে লেখা শব্দগুলো সঙ্গে ডান পাশের লেখা শব্দগুলো মিলিয়ে শুন্যস্থান পুরণ করঃ
বাম পাশ ডান পাশ
ছিপি পরা
দুটি পা
জয় পর্বত
ফুটবল টিম
ভাঙ্গা দাঁত
হিমালয় মাল্য
৯। নিচের শব্দগুলোর দিয়ে বাক্য গঠন করঃ
ক) দুরন্ত, দুরত্ব। খ) ঘূর্ণিপাক, দুর্বিপাক। গ) ব্যতীত, ব্যথিত।
ঘ) সহযোগীতা, সহযোগিতা। ঙ) লজ্জাকর, লজ্জস্কর।
১০। বাংলা অনুবাদ করঃ
a) Respect your parents. b) Nobody trusts a liar. c) He talks less but labors more. d) To Speak the truth is a great virtue. e) The rich are not always happy.
১১। ভাব-সম্প্রসারণ
ক) তুফানে পতিত, তবুও ছাড়িব না হাল, আজিকে বিফল হলে, হতে পারে কাল।
১২। যেকোনো একটি বিষয়ে রচনা লেখ (১৫টি বাক্যে)
ক) শীতের সকাল। খ) তোমার স্কুলে উদযাপিত মহান বিজয় দিবস।