Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন – ১৯৯৫

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন – ১৯৯৫

Author

Date

Category

১। সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন (√) দাওঃ
ক) ‘আবাদ’ গল্পটির লেখক কে? নারায়ণ গঙ্গোপাধ্যায় / সুনীল গঙ্গোপাধ্যায় / মানিক বন্দোপাধ্যায় / হেমচন্দ্র
খ) টমাস আলভা এডিসন কত সালৈ জন্মগ্রহণ করেন?
যুক্তরাষ্ট্রের মিলান শহরে ১৮৪৭ সালে / ১৮৫৯ সালে আটলান্টায় / ১৯৪৮ সালৈ আমেরিকায় / ১৮৭৬ সালে বোস্টনে।
গ) বাংলাদেশের উত্তরদিকে মাটি কি রকম?
নরম / শক্ত / এঁটেল / বেলে।
ঘ) যে বর্ণ নিজে উচ্চারিত হতে পারে তাকে কী বলে? স্বরবর্ণ / ব্যঞ্জনবর্ণ / সন্ধিবর্ণ।
ঙ) জীবনে ভালোভাবে বাঁচা জন্য কী প্রয়োজন? টাকা-পয়সা / দুবাই যাওয়া / শহরে থাকা / গ্রামে ফেরা।
২। নিচের শব্দগুলোর শুদ্ধ উত্তরের নিচে দাগ দাওঃ
ক) সু + আগত / স + আগত / স্ব + আগত / স্বা + গত।
খ) জাতীয় কবি ও পল্লি কবি কবে মৃত্যুবরণ করেণ? ১৯৪৭ / ১৯৭১ / ১৯৭৬ / ১৯৭৫।
গ) বাংলাদেশের বীরত্বের প্রধান খেতাব কি? বীরপ্রতীক / বীরবিক্রম / বীরশ্রেষ্ঠ
ঘ) ভাষার দিক থেকে বাংলা ভাষার স্থান – ৬ষ্ঠ / ৭ম / ৮ম / ৯ম।
ঙ) রক্তকে সারা শরীরে ছুটে চলার জন্য কে সাহায্য করছে? মস্তিষ্ক / হৃদপিন্ড / স্নায়ুতন্ত্র / বৃক্ক।
৩। শূণ্যস্থান পূরণ করঃ
ক) ‘মহৎপ্রাণ গল্পটি লিখেছেন —–।
খ) সমুদ্রে বৈজ্ঞানিকভাবে —- সর্বপ্রথম অভিযান চালায়।
গ) নৌকাতে চড়ে হরিণ শিকারকে —- চলে।
ঘ) ‘কাগজ’ শব্দটি —- ভাষা থেকে এসেছে।
ঙ) ‘আমি কখনো প-িত হব না’ এটি —–এর উক্তি?
৪। উত্তর দাওঃ
ক) একই গুরুর শিষ্য যারা।
খ) ‘ঠোঁট কাটা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
গ) দিনের বিশেষণ কী?
ঘ) ‘শারিরীক- এর শুদ্ধ বানান কী?
ঙ) ‘সভাপতির’ যথার্থ স্ত্রীবাচক শব্দটি কি?
৫। পংক্তির শূন্যস্থান পূরণ করঃ
ক) ছুটির খবর এসেছে নীল আকাশের পথে ও ভাই করব —-। খ) বাংলা ভাষা আমাদের বাংলা ভাষা গভীর প্রাণে জড়িয়ে আছে এই ভাষারই —–। গ) জাপটে ধরে ঢেউয়ের ঝুটি —-চলছে ছুটি। ঘ) মধুর চেয়ে আছে মধুর সে এই —-দেশের মাটি। ঙ) ধানের ক্ষেতে বাতাস নেচে যায় —- ছেলের মত। ৬। সাগরের সবচেয়ে বড় প্রাণী কোনটি? ‘রহস্যের সন্ধানে’ গদ্যাংশ অবলম্বনে একটি বর্ণনা লেখ।
৭। ভাব-সম্প্রসারণ লেখঃ
সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার জীবনের একমাত্র ভেলা।
৮। রচনা লেখ (১৫টি বাক্যে)
ক) বিজয় দিবস। খ) বৃক্ষ রোপণ। গ) খেলার সাথী। ঘ) একটি হরতালের দিন।
৯। নিচের অনুচ্ছেদটি পাঠ করে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাওঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষার সাময়িক শিক্ষার ভূমিকা অনেক। উন্নত বিশ্বে সামরিক শিক্ষার অনেক ব্যবস্থা রয়েছে। প্রাচীনকালে রাজা বাদশা এবং উচ্চ পরিবারের প্রধান শিক্ষা ছিল যুদ্ধবিদ্যা। আমাদের দেশেও সাময়িক শিক্ষার বিছু ব্যবস্থা রয়েছে। যশোর ও চট্টগ্রামে নৌ-ঘাঁটি ও বিমান ঘাঁটি রয়েছে। আমাদের দেশে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠিত গার্লস গাইড ও বয়স্কউটের ব্যবস্থা রয়েছে। সাময়িক শিক্ষা আমাদেরকে কর্তব্যপরায়ণ, সাহসী ও স্বাবলম্বী করে তোলে।
প্রশ্নঃ
ক) আমাদের দেশে সাময়িক শিক্ষার কোনো ব্যবস্থা রয়েছে কি? থাকলে তার বর্ণনা দাওঃ খ) প্রাচীনকালের রাজা বাদশাদের প্রধান শিক্ষা কি ছিল? গ) সাময়িক শিক্ষার জন্য আর কি কি প্রয়োজন? ঘ) সাময়িক শিক্ষা দেশকে রক্ষা করা ছাড়া আমাদের জন্য আর কি কি করে?
১০। ডান পাশের শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করঃ
বাম পাশ                                           ডান পাশ
ক্রিয়ার মূলকে — বলে।                     ব্যঞ্জনবর্ণ
ত, থ, দ, ধ, এর পর —- হয়।                ধাতু
যে বর্ণ নিজে থেকে উচ্চারিত হতে পারে না তাকে —- বলে।                     ধ্বনি
যে পদের ল্ঙ্গি বচন বা কালভেদে কোনো পরিবর্তন হয় না তাকে —- বলে।          ন
শব্দের ক্ষুদ্রতম অংশের নাম —–।                                                                  ধাতু
১১। বিরপরীত শব্দ লেখঃ আবির্ভূত, অলীক, ঐহিক, কৃত্রিম।

১২। বাংলায় অনুবাদ করঃ

ক) She does not know how to make clothes and weapons.
খ) We should always speak the truth. গ) I am much obliged to you.
ঘ) Bangladesh achieved independence on the 26th March of 1971
ঙ) It is our sacred duty to love the country.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments