Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন – ১৯৯৬

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন – ১৯৯৬

Author

Date

Category

১। আমাদের জাতীয় সংগীতের প্রথম ৫টি চরণ লেখ।
২। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক) আর্লকে কত বছর বয়সে স্কুলে পাঠানো হয়? খ) কাকে সুস্থ রাখতে হলে ইন্দ্রিয়গুলোর যত্ন নিতে হবে? গ) মালের দশ বছর বয়সে কোনো শ্রেণিতে পড়ত? ঘ) মেঘ বৃষ্টি আলোর দেশে শালিক কোন গাছে ডাকে? ঙ) ছোট্ট নদী বক্ষে কি নিয়ে সুদূরে ধেয়ে যায়?
৩। সঠিক উত্তরটি এনে শুন্যস্থানে বসাওঃ
ক) জাতীয় পতাকার দৈর্ঘ্য যদি ৩০৫ সে.মি হয় তাহলে প্রস্থ —– হবে? ১৮৫ সে.মি / ২০১সে.মি / ১৮৩ সে.মি
খ) এডিসনের পত্রিকায় নাম ছিল—। ডেইলি হেরাল্ড / উইকলি হেরাল্ড / উইকলি
গ) মা —কে শিশু বয়সে দরিদ্র পল্লিতে নিয়ে যেতেন। শিশু ডোনাল্ড / শিশু রবীন্দ্রনাথ / শিশু আর্ল / শিশু মুন্সি আঃ রব।
ঘ) আবাদ গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় এর আসল নাম —–। তারকানাথ গঙ্গোপাধ্যায় / নিত্যানন্দ গঙ্গোপাধ্যায় / সুনীল গঙ্গোপাধ্যায় / নারায়ণচন্দ্র গঙ্গোপাধ্যায়। ঙ) ‘ইচ্ছে’ নাটিকটি রবীন্দ্রনাথের —নাটকের অংশ বিশেষ। রক্তকরবী / ডাকঘর/ বিসর্জন / রাজা।
চ) ১৯৪৭ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের লোসংখ্যা ছিল—-। ৭ কোটি ১৫ লাখ / ৪ কোটি ২০ লাখ / ৬ কোটি ১৫ লাখ / ৮ কোটি ২০ লাখ
ছ) মহৎ জীবন, উন্নত জীবন, সত্য জীবন লিখেছেন —–। ড. মুহম্মদ শহীদুল্লাহ / ড. লুৎফুর রহমান / ড. আবদুল্লাহ আল-মুতী / সৈয়দ মুজতবা আলী।
জ) ১৯৬৯ সালের ১৩ জুলাই মনীবী —- মারা যান। সৈয়দ মুজতবা আলী / কাজী নজরুল ইসলাম / ড. মুহম্মদ শহীদুল্লাহ / ফররূখ আহমেদ।
ঝ) রবীন্দ্র যুগের কবি কালিদাস রায় পেশায় একজন —– ছিলেন? সাংবাদিক / শিক্ষক / আইনজীবী/ সরকারি কর্মকর্তা।
ঞ) কবি জসীমউদ্দীন শিশুদের জন্য — দুটি কাব্য রচনা করেন? নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট / হাসু ও এক পয়সার বাঁশি / রাখালী ও বালুচর / হাস ও রাখালী।
৪। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ
ক) ত , থ, দ, ধ — বর্ণ / ওষ্ঠ্য বর্ণ / তালব্য বর্ণ / দন্ত্যবর্ণ / স্পৃশ্য বর্ণ । খ) —– ভাষার বৈশিষ্ট্য আভিজাত্য ও গাম্ভীর্যপূর্ণ । চলিত / সাধু / কথ্য / আঞ্চলিক। গ) হ্ম —- বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত। ক্ + খ / হ্ + ম / খ্ + খ / খ্ + ক। ঘ) ‘উদ্যোগ ’ এর সন্ধি বিচ্ছেদ —–। উদ্ + যোগ / উৎ + দোগ / উৎ + যোগ / উদ্ + দোগ। ঙ) ‘বিদ্বান’ এর স্ত্রী লিঙ্গবাচক শব্দ —-। বিদ্যানী / বিদ্বানী / বিদূষী / বিদ্যাবতী।
৫। নিম্বের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক) অর্থ লিখে বাক্য রচনা করঃ পারাবার ( ) …………….. খ) বিশেষ্য থেকে বিশেষণ বের করে বাক্য রচনা কর। আভিজাত্য ( ) ………………. গ) বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করঃ অধঃ ( ) ……………….। ঘ) এক কথায় প্রকাশ করে বাক্য রচনা করঃ রব শূনে এসেছে যে ( ) ……………। ঙ) বাগ্ধারার অর্থ লিখে বাক্য রচনা করঃ ব্যাঙের আধুলি ( ) ……………।
৬। বাংলার অনুবাদ করঃ
ক) Football is a popular game. খ) A good student reads regularly.
গ) Fishing is my hobby. ঘ) I have got a bad headache. ঙ) It is winter now.
৭। সারাংশ লিখঃ
ক) সবারে বাসিবো ভালো করিব না আত্মপর ভেদ, সংসারে গড়িব এক নতুন সমাজ। মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ। সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ। দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত, মানুষে হল কত হানাহানি। এবার মোদের পুণ্যে সবে দিব প্রেমের অভাব। সোল্লাসে গাহিব সবে সৌহার্দ্যরে বাণী।
অথবা, খ) ভাব-সম্প্রসারণ বুদ্ধি যার বল তার
৮। তোমার পরিবারের পরিচিতি জানিয়ে কোনো এক পত্রমিতাকে এখানা পত্র লেখ।
৯। রচনা লিখ (১৫ বাক্যে) যেকোনো একটি।
ক) শীতের সবজি খ) অতিথি পাখি। গ) তোমার প্রিয় সাথী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments