Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন – ১৯৯৭

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন – ১৯৯৭

Author

Date

Category

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ১৯৯৭
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনি বর্ণনা করঃ
২। তোমার পাঠ্যপুস্তক থেকে যেকোনো কবিতার প্রথম দুটি স্তবক মুখস্ত লিখ।
৩। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাওঃ
ক) কাজী নজরুল ইসলামের জন্ম হয়——-
১৮৬১ / ১৮৯৯/ ১৮৯১/ ১৮৯৬ সালে।
খ) ‘শ্রীকান্ত’ ‘গৃহদাহ’ পথের দাবী’ গ্রন্থগুলোর রচিয়তার নাম— হুমায়ুন আহমেদ / শরৎচন্দ্র চট্টোপাধ্যায় / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়য়/ রবীন্দ্রনাথ ঠাকুর।
গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহর পেশা- শিক্ষাবিদ / চিকিৎসক / ভাষাবিদ / আইনজীবী।
ঘ) ‘একসূত্রে’ গল্পের লেখক — সেলিনা হোসেন / শওকত ওসমান / হুমায়ুন আহমেদ / আবু ইসহাক।
ঙ) বেগম রোকেয়া প্রথম কোথায় স্কুল চালূ করেন— দিনাজপুর / ভাগলপুর / রংপুর / ফুলপুর।
৪। বিশেষ্য ও বিশেষণ অনুসারে সাজাওঃ
ঘৃণ্য, বন, বস্তু, অভ্যাস, ব্যবহৃত
৫। বিপরীত শব্দ লেখ। পথ, বন্ধু, মন্থর, রোগ, সুশ্রী।
৬। তোমার স্কুলের বর্ণনা দিয়ে মাকে চিঠি লিখ?
৭। ব্যাখ্যা করঃ আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে
৮। বাংলায় অনুবাদ করঃ
ক) Give up your bad habit. খ)The sun has not yet risen. গ) to tell a lie is a sin. ঘ) If it will not rain, I call you. ঙ) He looks happy.
৯। অশুদ্ধ থাকলে শুদ্ধ করঃ শষ্য, শারিরিক, মানষিক, শিক্ষায়েত্রী, মনোযোগ।
১০। অনুচ্ছেদ রচনা কর (১টি)
ক) পরিচ্ছন্নত, খ) বিজয় দিবস, গ) শীতের সকাল।

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments