বরাবর
প্রধান শিক্ষক,
কালাচাঁদ পুর সরকারি উচ্চ বিদ্যালয়
গুলশান, ঢাকা – ১২১২
বিষয়: ছাত্রাবাসে আসনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে,আমি আপনার বিদ্যলয়ের ষষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি চাকুরীজীবী। তিনি সেনাবাহিনীতে কর্মরত আছেন। কিছুদিন আগে তাকে ঢাকা সেনানিবাস থেকে সিলেট সেনানিবাসে বদলি করা হয়। ফলে আমার পুরো পরিবারকে সেখানে চলে যেতে হচ্ছে। তাছাড়া বিদ্যালয়ের কাছাকাছি আমার এমন কোনো আত্মীয়ও নেই যার বাসায় থেকে আমি আপনার বিদ্যালয়ে আমার পড়ালেখা চালিয়ে যেতে পারি। এমতাবস্থায় বিদ্যলয়ের ছাত্রাবাসের একটি আসন আমার খুবই প্রয়োজন।
অতএব বিনীত প্রার্থনা যে, উপরোক্ত অবস্থা বিবেচনা করে বিদ্যালয়ের ছাত্রাবাসে আমাকে একটি আসন প্রদান করে আপনার বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র-
ইয়াসিন আহমদ
শ্রেণি – ষষ্ঠ ,রোল-০১
কালাচাঁদ পুর সরকারি উচ্চ বিদ্যালয়