তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি আবেদন পত্র লেখ।

তারিখ: ২২/০৪/২০২২

বরাবর,

নির্বাহী প্রকৌশলী,

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আমতলী, বরগুনা

বিষয়: বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আমতলী থানার সবুজবাগ গ্রামের অধিবাসী নিন্মুক্ত বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের গ্রামটি একটি জনবহুল গ্রাম। গ্রামে প্রায় ছয় হাজার লোকের বসবাস রয়েছে। গত দুই বছর আগে গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ গ্রামের মানুষদের ভাগ্যের পরিবর্তন আনবে এমনটি সবাই ভেবেছিল। কিন্তু পরিতাপের বিষয়ে এই যে, বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট এই এলাকার দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিনের ৩-৪ বার বিদ্যুৎ বিভ্রাট হয়। কখনোবা দীর্ঘ সময় বিদ্যুতের দেখা মেলে না। ফলে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। রেফ্রিজারেটরে রাখা বিভিন্ন জিনিসপত্র পচে যাচ্ছে। কলকারখানা চলেনা। ফলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ভীষণ ব্যাঘাত ঘটছে। গ্রামে বিদ্যুৎ আসায় মানুষ বিদ্যুৎ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে জনমনে অশান্তির সৃষ্টি করছে। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোন ফল হয়নি।

অতএব, জানাবেন নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার করে জনগণের দুঃখ দুর্দশা দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

নিবেদক,

গ্রামবাসীর পক্ষে,

মোঃ সোহেল রানা

আমতলী, বরগুনা