HomeHealth Educationদাঁতের ব্যথায় সহজ ঘরোয়া সমাধান

দাঁতের ব্যথায় সহজ ঘরোয়া সমাধান

Author

Date

Category

দাঁতের ব্যথা এই শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। তাই দাঁত ব্যথা হলে দেরি না করে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। তবে তার আগে দাঁতের ব্যথা কে একটু কমিয়ে রাখতে কিছু ঘরোয়া সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন।

১. পেয়ারা পাতাঃ পেয়ারা পাতা সেদ্ধ করে কুসুম গরম পানি দিয়ে কুলি করতে পারেন তাতে কিছুটা হলেও দাঁত ব্যথা কমবে।

২. লবণ পানিঃ লবন আর কুসুম গরম পানি দিয়ে কুলি করতে পারেন তাতে কিছুটা ব্যথা উপশম হবে।

৩. পুদিনা পাতাঃ কয়েক ফোঁটা পুদিনা পাতার রস সামান্য তুলার সাথে লাগিয়ে ব্যথার স্থানে কিছুক্ষণ দিয়ে রাখুন এতে ব্যথা নিয়ন্ত্রণ হবে।

৪. লেমনগ্রাসঃ কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা লেমনগ্রাস এসেন্সিয়াল অয়েল মিশিয়ে গারগল করতে পারেন তাতে ব্যথা কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

৫. লবঙ্গঃ সামান্য অলিভ অয়েল এর সাথে লবঙ্গ থেঁতলে ব্যথার স্থানে দিয়ে রাখুন তাতে ব্যথা উপশম হবে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments