দাঁতের ব্যথা এই শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। তাই দাঁত ব্যথা হলে দেরি না করে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। তবে তার আগে দাঁতের ব্যথা কে একটু কমিয়ে রাখতে কিছু ঘরোয়া সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন।
১. পেয়ারা পাতাঃ পেয়ারা পাতা সেদ্ধ করে কুসুম গরম পানি দিয়ে কুলি করতে পারেন তাতে কিছুটা হলেও দাঁত ব্যথা কমবে।
২. লবণ পানিঃ লবন আর কুসুম গরম পানি দিয়ে কুলি করতে পারেন তাতে কিছুটা ব্যথা উপশম হবে।
৩. পুদিনা পাতাঃ কয়েক ফোঁটা পুদিনা পাতার রস সামান্য তুলার সাথে লাগিয়ে ব্যথার স্থানে কিছুক্ষণ দিয়ে রাখুন এতে ব্যথা নিয়ন্ত্রণ হবে।
৪. লেমনগ্রাসঃ কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা লেমনগ্রাস এসেন্সিয়াল অয়েল মিশিয়ে গারগল করতে পারেন তাতে ব্যথা কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
৫. লবঙ্গঃ সামান্য অলিভ অয়েল এর সাথে লবঙ্গ থেঁতলে ব্যথার স্থানে দিয়ে রাখুন তাতে ব্যথা উপশম হবে।
অনেক সুন্দর এবং তথ্য বহুল পোস্ট। আশা করি দাতের ব্যাথায় এটি সকলের উপকারে আসবে।
You are welcome to visit: বৈজ্ঞানিক পদ্ধতিতে পেটের চর্বি কমানোর সহজ ১০টি উপায়