HomeAdmission Aidপদ্মা নদীর মাঝি । মানিক বন্দ্যোপাধ্যায় | University Admission Preparation

পদ্মা নদীর মাঝি । মানিক বন্দ্যোপাধ্যায় | University Admission Preparation

Author

Date

Category

 1. উপন্যাস শব্দটির অর্থ কি? উত্তর: কল্পিত কাহিনী।
 2. উপন্যাসকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর: ৯টি ভাগে।
 3. মানিক বন্দ্যোপাধায়ের জীবন কাল – উত্তর: জন্ম ১৯০৮- মৃত্যু ১৯৫৬ খ্রিস্টাব্দে।
 4. ‘পদ্মা নদীর মাঝি’ কি জাতীয় উপন্যাস? উত্তর: আঞ্চলিক উপন্যাস।
 5. ‘জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর নিরুৎসব বিষন্ন’ – কোথায়? উত্তর: জেলে পাড়ার ।
 6. ‘শরীর থাক আর যাক- এ সময় একটা রাত্রিও ঘরে আসিয়া থাকিলে চলিবে না।’ উক্তিটি কার? উত্তর: কুবেরের।
 7. কুবের মাঝির বাড়ি কোথায় ছিল? উত্তর: কেতুপুর গ্রামে।
 8. ‘গরীবের মধ্যে সে গরীব, ছােট লােকের মধ্যে আরাে বেশি ছােটলােক’- উক্তিটি কোন রচনার অংশ? উত্তর: পদ্মা নদীর মাঝি।
 9. মিছা কওনের মানুষ তুমি না- উক্তিটি কার? উত্তর: কুবেরের।
 10. অবিশ্রান্ত খাটুনি এখানে, অসংখ্য অসুবিধা এখানে, জীবন এখানে নির্মম ও নীরব কোথায়? উত্তর: ময়নাদ্বীপে।
 11. কে ওয়াগানের আড়ালে দাঁড়িয়ে কুবেরকে ডাকছিল? উত্তর: শেতল বাবু।
 12. স্থানের অভাব এ জগতে নাই, তবু মাথা গুজিবার ঠাই এদের ওইটুকু – কাদের? উত্তর: জেলেদের।
 13. সে হাসতে জানে না, কে? উত্তর: মালা।
 14. সব গেছে মামা, আমার কেউ নাই’ – উক্তিটি কার? উত্তর: রাসুর।
 15. ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনদিন সাঙ্গ হয় না- উক্তিটি কাদের জন্য? উত্তর: জেলেদের জন্য।
 16. কুবেরের সে অত্যন্ত অনুগত কে? উত্তর: গণেশ।
 17. ‘ভয় নাই, সব ঠিক হইয়া যাইব’ উক্তিটি কার? উত্তর: রাসুর।
 18. ‘হ গীত না তর মাথা’ – উক্তিটি কার? উত্তর: কুবেরের।
 19. আমি ময়নাদ্বীপে যামুনা কইয়া দিলাম- উক্তিটি কার? উত্তর: আমিনুদ্দিনের।
 20. কলসিটির বয়স কত বছর? উত্তর: দেড় বছর।
 21. ময়নাদ্বীপের মালিক কে? উত্তর: হােসেন মিয়া।
 22. কত সময় ধরে কুবের নদীতে মাছ ধরছিল? উত্তর: সারারাত।
 23. ঝড়ে ক্ষতিগ্রস্থদের জন্য কত টাকা সাহায্য উঠল? উত্তর: ২৫ টাকা।
 24. নদীর জোর বাতাসে সাদা কাপড় উড়িতেছে একাকিনী রমণীর, রমণী কে? উত্তর: কপিলা।
 25. কুবেরের শ্বশুর বাড়ি কোথায়? উত্তর: চরডাঙায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments

You cannot copy content of this page