পুষ্প আপনার জন্য ফোটে না

মূলভাব:

অন্যের স্বার্থে নিজেকে উৎসর্গ করার মধ্যেই মানুষের জীবনের প্রকৃত সার্থকতা।

সম্প্রসারিত ভাব:

ফুল এই জগতের অত্যন্ত সুন্দর একটি সৃষ্টি। ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পাওয়া কঠিন। ফুল দিয়ে আমরা আমাদের ঘরবাড়ি সাজায়। ফুলের সুবাসে আমাদের মন ভরে ওঠে।ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। ফুল থেকে তৈরি হয় ফল। সেই ফল খেয়ে মানুষ পশু-পাখি ও অন্যান্য জীব জন্তু ক্ষুধা নিবারণ করে ও তাদের দেহ ও মনের বিকাশ ঘটে। ফুল থেকে তৈরি হয় নানা ধরনের সুগন্ধি দ্রব্য। ফুল প্রিয়জনের জন্য সবচেয়ে ভালো উপহার। যেকোনো আনন্দ উৎসব কে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে ফুল এর কোন বিকল্প নেই। কিন্তু অনিন্দ্য সুন্দর এই ফুল নিজের জন্য কিছুই রাখে না। অন্যের মধ্যে আনন্দ সঞ্চার ও উপকারের মধ্যেই ফুলের পরিতুষ্টি। রূপ-লাবণ্য সবই অপরের জন্য বিলিয়ে দিয়ে ফুল ধন্য হয়। আমাদের মানব সমাজে ও এমন কিছু মানুষ আছে যারা অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পছন্দ করেন। তাদের মহৎ কর্মের জন্যই মানব সভ্যতা আজ উন্নতির শিখরে পৌঁছেছে। বিজ্ঞানীদের নব নব আবিষ্কার মানব সভ্যতা কে সমৃদ্ধ করেছে। পরের উপকারে নিজেকে বিসর্জন দিলে এক অতীন্দ্রিয় আনন্দ অনুভব করা যায় এবং নিজের দুঃখ কষ্ট বেদনা ভুলে থাকা যায়। স্বার্থ চিন্তা মানুষকে সুখ দিতে পারে না। আত্মকেন্দ্রিকতা মানুষকে বিব্রত করে তোলে।

সিদ্ধান্ত:

তাই পুষ্প থেকে শিক্ষা গ্রহণ করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই মানব জীবনের সার্থকতা।

Leave a Comment

error: Content is protected !!