এলাহি ভরসা
পলাশপুর, খুলনা
তারিখ: ১ জানুয়ারি ২০২৩
শ্রদ্ধেয় বাবা,
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমিও ভাল আছি। অনেকদিন ধরে আপনার কোন চিঠি পাচ্ছিনা। সেজন্য বেশ চিন্তায় ছিলাম। আজ সকালে আপনার চিঠিতে কুশলাদি জানতে পেরে চিন্তামুক্ত হলাম।
কিছুদিনের মধ্যেই আমাদের নতুন শ্রেণীর ক্লাস শুরু হবে। তাই নতুন শ্রেণীর বই কেনার প্রয়োজন। এইজন্য ২০০০ টাকা প্রয়োজন। টাকাটা আমার হাতে পৌঁছা মাত্রই নতুন বছরের বইগুলো কিনে ফেলবো। আম্মা ও বাড়ির সবাই ভালো আছে। আপনি আমাদের জন্য কোন চিন্তা করবেন না।
ইতি আপনার স্নেহের পুত্র
সাকিব আল হাসান