বাংলা নববর্ষ – জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

০১. শামসুজ্জামান খান বর্তমানে কোথায় কর্মরত আছেন?
উত্তর : বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে।
০২. শামসুজ্জামান খান রচিত রম্যরচনা দুটির নাম কী?
উত্তর: “ঢাকাই রঙ্গরসিকতা” ও “গ্রাম বাংলার রঙ্গরসিকতা”।
০৩. বাংলা নববর্ষ’ কার লেখা?
উত্তর : বাংলা নববর্ষ শামসুজ্জামান খান এর লেখা।
০৪. নববর্ষ উৎসব কখন হয়?
উত্তর : পহেলা বৈশাখে।
০৫. নববর্ষের দিনে আমরা একে অন্যকে কী বলি?
উত্তর : শুভ নববর্ষ।
০৬. আমাদের প্রধান জাতীয় উৎসব কী?
উত্তর : বাংলা নববর্ষ।
০৭. “ঢাকাই রঙ্গরসিকতা’ রম্যরচনা প্রথটি কার লেখা?
উত্তর : শামসুজ্জামান খানের।
০৮. “দুনিয়া মাতানাে বিশ্বকাপ’ শামসুজ্জামান খানের কী ধরনের রচনা? |
উত্তর : শিশু সাহিত্য।
০৯. নববর্ষে জমিদারদের খাজনা আদায়ের অনুষ্ঠানকে কী বলা হতাে?
উত্তর : পুণ্যাহ।
১০. কত সালে বলী খেলার প্রচলন হয়েছিল?
উত্তর : ১৯০৭ সালে।
১১. পয়লা বৈশাখে বাঙালির কোন উৎসব হয়?
উত্তর: পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব হয়।
১২. যুক্তফ্রন্টের সরকার পরাজিত করে কোন দলকে?
উত্তর : যুক্তফ্রন্টের সরকার পরাজিত করে মুসলিম লীগকে।
১৩. রমনার পাকুড়মূলে সর্বপ্রথম নববর্ষের উৎসব শুরু করে কোন প্রতিষ্ঠান?
উওর : ছায়ানট।
১৪. রাজধানী ঢাকার নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ কোনটি?
উওর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য
মঙ্গল শোভাযাত্রা।
১৫. নেকমরদের মেলা কোথায় বসে?
উত্তর : ঠাকুরগা জেলার রানীশংকৈল উপজেলায়।
১৬. নববর্ষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত কোন পেঙ্গ উল্লেখযােগ্য?
উত্তর : বলী খেলা।
১৭. মােরগের লড়াই হতাে কোন এলাকায়?
উত্তর : ব্রাহ্মণ
১৮. কোন আন্দোলন্দ্রে প্রবালা নববকখন নতুন গুরুত্ব ও তাৎপর্দা লাভ করে?
উত্তর : ৫২ সনের ভাষা আন্দোলনের পর।
১৯. পাকিস্তান আমলে কাদেরকে নববর্ষ উৎসব পালন করতে দেওয়া হয়নি।
উত্তর: পূর্ববাংলার বাঙালিদেরকে।
২০. ছায়ানট ১৯৬৭ সাল থেকে কোথায় পাকুড়মূলে নববর্ষের উৎসব শুরু করে?
উত্তর: রমনার পাকুড়মূলে
২১. কিসের ইতিহাস এখনও সস্পষ্টভাবে জানা যায়নি?
উত্তর: বাংলা সনের ইতিহাস।
২২. সম্রাট আকব্ব কোন কোন সনের সমন্বয় সাধন করে বলা সন চালু করেন?
উত্তর: চন্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে।
২৩. বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদ্যাপনের সাথে সাথে নাৰ ও জমিদাররা আর কী অনুষ্ঠান চালু করেন?
উত্তর: পুণ্যাহ অনুষ্ঠান।
২৪. পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান কী ছিল?
উত্তর: হালখাতা।
২৫. হালখাতা অনুষ্ঠানটি কারা করতেন?
উত্তর: হালখাতা অনুষ্ঠানটি ব্যবসায়ীরা করতেন।
২৬. কী উপলক্ষে দোকানিরা ঝালর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে দেকান সাজাতেন?
উত্তর: হালখাতা।
২৭. বাংলা নববর্বের আর একটি প্রধান অনুষ্ঠান কী?
উত্তর: বৈশাখী মেলা।
২৮. ১৯৫৪ সালের নির্বাচনে জয়ী হয় কোন দল?
উত্তর : ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হয়।
২৯. নববর্ষে চট্টগ্রামে কী,খেলার প্রচলন আছে?
উত্তর : নববর্ষে চট্টগ্রামের নানা জায়গায় বলী বা কুস্তি খেলার প্রচলন আছে।
৩০. পূর্ব পাকিন্তানে এ উৎসবটি পালন করতে না দেওয়ার কারণ কী?
উত্তর : পাকিস্তান আমলে পূর্ববাংলার বাঙালিদের এ উৎসবে পালন করতে দেওয়া হয়নি। কারণ এটা পাকিস্তানি আদর্শের পরিপন্থী ছিল।
৩১. সকল দেশের আনন্দের দিন কোনটি?
উত্তর : সকল দেশের সকল জাতির আনন্দের দিন হলাে নববর্ষ ।
৩২. বাংলা নতুন বছরের প্রথম দিনটিকে আমরা কোন নামে চিনি?
উত্তর : পৃথিবীতে নানা প্রকার অব্দ বা বছর রয়েছে। প্রত্যেক অব্দ বছরের প্রথম দিনটিকে আমরা সচরাচর নববর্ষ নামে চিনি। কিন্তু দিন নববর্ষ নয়, নববর্ষের অনুষ্ঠানমালা সূচনার দিন।
৩৩. বাকির খাতায় নাম লেখানাের বিষয়টি কোন অনুষ্ঠানের সাথে সম্পর্কিত
উত্তর : বাকির খাতায় নাম লেখানাের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে হালখাতা অনুষ্ঠানের সাথে সম্পর্কিত।
৩৪. বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী কী?
উত্তর : বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী হলাে ‘শুভ নববর্ষ।
৫. ‘দেশের বিভিন্ন স্থানে বার্ষিক বৈশাখী মেলা বসে কোন দিন?
উত্তর :দেশের বিভিন্ন স্থানে বার্ষিক বৈশাখী মেলা বসে বৈশাখ মাসের প্রথম দিন।
৩৬. বাংলা নববর্ষ গুরুত্ব ও তাৎপর্য লাভ করে কখন?
উত্তর : বায়ান্নর ভাষা আন্দোলনের পর বাংলা নববর্ষ গুরুত্ব ও তাৎপর্য লাভ করে।
৩৭. বাংলাদেশের কোন এলাকায় নববর্ষে লক্ষ মানুষের পদচারণা দেখা যায়?
উত্তর : রমনা এলাকায় লক্ষ মানুষের পদচারণা দেখা যায়।
৩৮. কখন নবাব বা জমিদার বাড়িতে প্রজাদের আমন্ত্রণ করা হতাে?
উত্তর : পহেলা বৈশাখে’ নবাব বা জমিদার বাড়িতে প্রজাদের আমন্ত্রণ করা হতাে।
৩৯. জমিদারের প্রজাদের আমন্ত্রণের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর : জমিদারের প্রজাদের আমন্ত্রণের মূল উদ্দেশ্য ছিল ‘খাজনা আদায়।
৪০. ছায়ানট কী? উত্তর: বাঙালি সংস্কৃতি চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
৪১. বৈসাবী কী?
উত্তর : পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অধিবাসীরা বিশেষ করে বৈসুব, সাংগ্রাই ও বিজ আদিবাসীরা নববর্ষের যে উৎসব পালন করে তা একত্রে বৈসাবী নামে পরিচিত।
৪২, “পুণ্যাহ শব্দের অর্থ কী?
উত্তরঃ “পুণ্যাহ’ বাংলায় একটি লৌকিক অনুষ্ঠাল্পে নাম।
৪৩. নববর্ষের রূপ কিসে ধরা পড়ে।
উত্তর : নববর্ষের রূপ ধরা পড়ে আচরিত অনুষ্ঠানগুলােতেই।
৪৪. কোনটি নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান?
উত্তর : আমানি।
৪৫. পহেলা বৈশাখে প্রথম অনুষ্ঠান কী ছিল?
উত্তর : পহেলা বৈশাখে ‘পুণ্যাহ’ ছিল প্রথম অনুষ্ঠান।