বাংলা সাহিত্য ও সাহিত্যিকদের পরিচয়

রোমান্টিক সাহিত্য

  • আদি ও মধ্যযুগের বাংলা সাহিত্য
  • আরাকান রাজসভায় বাংলা সাহিত্য
  • মঙ্গলকাব্য
  • নাথ সাহিত্য
  • মার্সিয়া সাহিত্য
  • রোমান্টিক সাহিত্য
  • কবিগান ও পুতি সাহিত্য
  • লোক সাহিত্য
  1. বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? উত্তর বাংলা সাহিত্যের মধ্যযুগ ১২০০ – ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত।
  2. মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? উত্তরঃ মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান।
  3. ফরাসি ভাষা থেকে অনূদিত কয়েকটি কয়েকটি প্রণয়োপাখ্যানের নাম লিখুন। উত্তরঃ মধ্যযুগের মধ্যযুগের কয়েকটি উল্লেখযোগ্য প্রণয় উপাখ্যান হলো। ইউসুফ-জুলেখা, লাইলী-মজনু, গুলে বকাওয়ালী, সাইফুল মুলুক বদিউজ্জামাল, সপ্তপয়কর ইত্যাদি।
  4. মধ্যযুগের হিন্দি থেকে কয়েকটি বাংলা অনূদিত কাব্যের নাম লিখুন। উত্তরঃ পদ্মাবতী, পদ্মাবতী, সতীময়না, লোরচন্দ্রানী, মধুমালতী, মৃগাবতী ইত্যাদি।
  5. ইউসুফ জুলেখা প্রণয় কাহিনীটি কোন ঘটনা অবলম্বনে রচিত? উত্তরঃ জোলেখা তৈমুর বাদশাহের কন্যা এবং মিসরের আজিজ এর স্ত্রী, ক্রীতদাস ইউসুফ এর প্রতি গভীরভাবে প্রেম আসক্ত হন। নানা ভাবে আকৃষ্ট করে অধীনে ইউসুফ কে বশীভূত করতে পারেননি। বহু ঘটনার পরিবর্তনের ইউসুফ মিশরের অধিপতি হন। ঘটনাক্রমে জুলেখা তখনও তার আকাঙ্ক্ষা পরিত্যাগ করেনি। এমতাবস্থায় ইউসুফের মনে পরিবর্তন ঘটলে তাদের মিলন ঘটে। ইউসুফের ও জুলেখার এই প্রণয় উপাখ্যান ঘিরেই কাব্যটি রচিত হয়।

2 thoughts on “বাংলা সাহিত্য ও সাহিত্যিকদের পরিচয়”

Leave a Comment