- বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি? উঃ৬৫০ থেকে ১২০০সাল।
- বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উঃ চর্যাপদ।
- চর্যাপদে উল্লেখযোগ্য সংস্কৃত টীকাকার কে? উঃ মুনিদত্ত।
- চর্যাপদে মোট কতজন লেখকের এর পরিচয় পাওয়া যায়? উঃ ২৪জন।
- চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয় ? উঃ৯৫০ থেকে ১২০০সাল।(তবে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০থেকে ১২০০ এবং ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ থেকে ১২০০সালের মধ্যে চর্যাপদ রচিত হয়।)
- কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়? উঃ১৯০৭।
- চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? উঃ কাহ পা।
- চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে? উঃ ৪৬১/২।
- চর্যাপদ এর মোট কয়টি পদ ছিল? উঃ ৫১টি।
- চর্যাপদের কত নম্বর পদটি র্টীকাকার কর্তৃক ব্যাখ্যাত হয়নি? উঃ১১ নং।
- কত সালে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়? উঃ ১৯১৬সালে(১৩২৩ বঙ্গাব্দে)।
- প্রথম প্রকাশের সময় চর্যাপদ এর নাম কি ছিল ? উঃ হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা।
- বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন নাম কি ? উঃ বেঙ্গল একাডেমী অফ লিটারেচার। মধ্যযুগ(১২০১-১৮০০)
- বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? উঃ ১২০১-১৮০০।
- বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে কখন? উঃ ১৭৬০।
- মধ্যযুগের প্রথম আদি নিদর্শন কোনটি? উঃ শ্রীকৃষ্ণকীর্তন।
- বাংলা সাহিত্যের অবক্ষ এর যোগ কোনটি? উঃ ভারতচন্দ্রের মৃত্যুর পরবর্তী যুগ।(তবে এই যুগে কেউ কেউ আবার ‘প্রায় শূন্যতার যুগ’ কেউ আবার ‘ক্রান্তিকাল’ কেউবা ‘যুগসন্ধিক্ষণ’ বলে।
- কোন যুগকে প্রাকচৈতন্য যুগ হিসেবে অভিহিত করা হয়? উঃ চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীকে।
- কত বঙ্গাব্দে’ শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য আবিষ্কৃত হয়? উঃ ১৩১৬
বাংলা সাহিত্য: প্রাচীন যুগ (৬৫০- ১২০০)
Md. Sohel Rana
Senior Teacher, Milestone CollegeMd. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.