HomeBlogবাংলা সাহিত্য: প্রাচীন যুগ (৬৫০- ১২০০)

বাংলা সাহিত্য: প্রাচীন যুগ (৬৫০- ১২০০)

Author

Date

Category

  1. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি? উঃ৬৫০ থেকে ১২০০সাল।
  2. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উঃ চর্যাপদ।
  3. চর্যাপদে উল্লেখযোগ্য সংস্কৃত টীকাকার কে? উঃ মুনিদত্ত।
  4. চর্যাপদে মোট কতজন লেখকের এর পরিচয় পাওয়া যায়? উঃ ২৪জন।
  5. চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয় ? উঃ৯৫০ থেকে ১২০০সাল।(তবে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০থেকে ১২০০ এবং ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ থেকে ১২০০সালের মধ্যে চর্যাপদ রচিত হয়।)
  6. কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়? উঃ১৯০৭।
  7. চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? উঃ কাহ পা।
  8. চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে? উঃ ৪৬১/২।
  9. চর্যাপদ এর মোট কয়টি পদ ছিল? উঃ ৫১টি।
  10. চর্যাপদের কত নম্বর পদটি র্টীকাকার কর্তৃক ব্যাখ্যাত হয়নি? উঃ১১ নং।
  11. কত সালে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়? উঃ ১৯১৬সালে(১৩২৩ বঙ্গাব্দে)।
  12. প্রথম প্রকাশের সময় চর্যাপদ এর নাম কি ছিল ? উঃ হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা।
  13. বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন নাম কি ? উঃ বেঙ্গল একাডেমী অফ লিটারেচার। মধ্যযুগ(১২০১-১৮০০)
  14. বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? উঃ ১২০১-১৮০০।
  15. বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে কখন? উঃ ১৭৬০।
  16. মধ্যযুগের প্রথম আদি নিদর্শন কোনটি? উঃ শ্রীকৃষ্ণকীর্তন।
  17. বাংলা সাহিত্যের অবক্ষ এর যোগ কোনটি? উঃ ভারতচন্দ্রের মৃত্যুর পরবর্তী যুগ।(তবে এই যুগে কেউ কেউ আবার ‘প্রায় শূন্যতার যুগ’ কেউ আবার ‘ক্রান্তিকাল’ কেউবা ‘যুগসন্ধিক্ষণ’ বলে।
  18. কোন যুগকে প্রাকচৈতন্য যুগ হিসেবে অভিহিত করা হয়? উঃ চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীকে।
  19. কত বঙ্গাব্দে’ শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য আবিষ্কৃত হয়? উঃ ১৩১৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments