ভাব সম্প্রসারণ: চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ

0

মূলভাব:

চরিত্র মানুষের জীবনে মুকুটস্বরূপ। চরিত্রবান মানুষকে সবাই ভালবাসে শ্রদ্ধা করে। চরিত্রহীন মানুষ কে কেউ ভালোবাসে না বিশ্বাস করে না। চরিত্রহীন ব্যক্তির মানুষ হিসেবে কোন মূল্য নেই।

সম্প্রসারিত ভাব:

চারিত্রিক গুণাবলী মধ্যে দিয়ে মানুষের জীবনের মহিমা প্রকাশ পায়। চরিত্রবান ব্যক্তির মধ্যে বেশ কিছু গুণাবলী লক্ষ্য করা যায়। যেমন একজন চরিত্রবান লোক সৎ বিনয়ী উদার ভদ্র রুচিশীল সত্যবাদী নির্লোভ ইত্যাদি গুণের অধিকারী হন। এইসব গুনাবলী একজন মানুষের মধ্যে না থাকলে সে পশুর থেকে অধম বলে বিবেচিত হয়। চরিত্রবান ব্যক্তির এইসব গুণের কারণে সমাজে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত হন। অপরপক্ষে চরিত্রহীন ব্যক্তি সমাজের সকলের চোখে ঘৃণার পাত্রে পরিণত হয়। চরিত্রবান ব্যক্তি লোভ লালসা ত্যাগ করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। বিনিময় সেও মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্রে পরিণত হয়।

মন্তব্য:

পরিশেষে বলা যায় যে, গাড়ি বাড়ি অর্থ সম্পদ এর থেকেও চরিত্র অনেক বড় সম্পদ। সকলেরই উচিত চরিত্রবান হওয়ার দিকে মনোযোগী হওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here