জ্ঞানমূলক
- মিনু কার বাড়িতে থাকত? উত্তর: মিনু দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো।
- গল্পে মিনুর বয়স কত? উত্তর: গল্পে মিনুর বয়স 10 বছর।
- “শুধু বোবা নয়, ঈষৎ কালাও” উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর: উক্তিটি মিনুর সম্পর্কে বলা হয়েছে।
- মিনুর সৃষ্টিকে গ্রহণ করেছে কিসের ভিতর দিয়ে? উত্তর: মিনু সৃষ্টিকে গ্রহণ করেছে দৃষ্টির ভিতর দিয়ে।
- মিনু কখন ঘুম থেকে উঠে? উত্তর মিনু ভোর 4 টায় ঘুম থেকে উঠে?
- মিনুর সই কে? উত্তর মিনুর সই শুকতারা।
- মেনু হাতুড়িটার নাম কী রেখেছিল? মিনু হাতুড়িটার নাম রেখেছিল গদাই।
- মিনু কয়লা ভেঙে কোথায় যায়? উত্তর: মিনু কয়লা ভেঙে ঘুঁটের কাছে যায়।
- মিনু উনুনের নাম কী রেখেছিল? উত্তর মেনু উনুনের নাম রাক্ষসী রেখেছিল।
- মিনু ঘটিটার নাম কি রেখেছিল? উত্তর নিলো ঘটিটার নাম রেখেছিল পুটি।
- মিনুর কাছে কয়টি গ্লাস ছিল? উত্তর মিনুর কাছে চারটি গ্লাস ছিল।
- মিনু মিটসেফটার নাম কি রেখেছিল? উত্তর মিটসেফটার নাম রেখেছিল গপগপা।
- অবসর সময়ে মিনু কোথায় যায়? উত্তর অবসর সময়ে মিনু ছাদে যায়।
- ছাদে দাঁড়িয়ে মিনু কাকে আসতে দেখেছিল? উত্তর ছাদে দাঁড়িয়ে মিনু টুনুর বাবাকে আসতে দেখেছিল।
- টুনুর বাবা যেদিন এসেছিল সেইদিন কাঠাল গাছে কি পাখি বসে ছিল? উত্তর হলদে পাখি।
- সই শব্দের অর্থ কী? উত্তর শব্দের অর্থ বান্ধবী বা সহচরী।
- খিড়কি শব্দের অর্থ কি? উত্তর খিরকি শব্দের অর্থ হলো বাড়ির পেছনের ছোট দরজা।
- রোমাঞ্চিত শব্দটির অর্থ কি? রোমাঞ্চিত শব্দটির অর্থ পুলকিত।
- মিনু গল্পটির লেখক এর ছদ্মনাম কি? মিনু গল্পের লেখক এর ছদ্মনাম বনফুল।
- বনফুল পেশায় কি ছিলেন? উত্তর বনফুল পেশায় একজন চিকিৎসক ছিলেন।
অনুধাবনমূলক প্রস্নত্তরঃ