যে যে‌ কারনে শিশুদের সর্দি কাশি হয়

শিশুর সর্দি-কাশি একটি প্রচলিত সমস্যা। চলুন জেনে নেই কেন এই সমস্যা হয়?

প্রশ্ন : শিশুদের ক্ষেত্রে সর্দি-কাশির সমস্যাটা কেন হয়?

উত্তর : আমাদের দেশে প্রায় সময় দেখা যায় ঋতু পরিবর্তনের সময় শিশুদের সর্দি কাশির পরিমাণ বেড়ে যায়। আসলে শিশুদের সর্দি কাশি বিভিন্ন কারণেই হতে পারে। ঋতু পরিবর্তনের সময় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম কাজ করে। এটি অনেক সময় সংক্রমণের কারণ হতে পারে। এছাড়া ব্যাকটেরিয়া, ভাইরাস এবং এজমা জনিত কারণে কারনে সর্দি কাশি হতে পারে।

আমরা ফুসফুসের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এবং বিভিন্ন ক্ষতিকর গ্যাস যেমন কার্বন-ডাই-অক্সাইড বের করে দেই। এই নিঃস্বাস প্রশ্বাসের সময় অক্সিজেনের সাথে নানা ধরনের ধুলাবালি ও রোগের জীবাণুর মধ্যে প্রবেশ করতে পারে। যা পরবর্তী সময়ে সর্দি-কাশি সৃষ্টি করতে পারে। তাই শীতের শুরুতে আমাদের দেশে বিভিন্ন স্থানে ধুলাবালি পরিমাণ বেড়ে যায়। সেই সাথে বেড়ে যায় ছোট্ট সোনামণিদের সর্দি-কাশি পরিমাণ। আরেকটি কারণ হতে পারে এজমা যাকে আমরা বাংলায় হাঁপানি বলে থাকি।