সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:
১। আমির শব্দের অর্থ কী?
উত্তর : আমির শব্দের অর্থ ধনবান।
২। ফেরেশতা কিসের তৈরি?
উত্তর : ফেরেশতা নূরের তৈরি। |
৩। টাকওয়ালা লােকটি কী চাইল?
উত্তর : টাকওয়ালা লােকটি গাই চাইল।
৪। স্বর্গীয় দূত’ অর্থ কী?
উত্তর : স্বর্গীয় দূত অর্থ আল্লাহর বার্তাবাহক। |
৫। সততার পুরস্কার গল্পে কে কৃতজ্ঞ ছিল?
উত্তর : ‘সততার পুরস্কার’ গল্পের অন্ধ লােকটি কৃতজ্ঞ ছিল।
৬। মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ সালে জন্মগ্রহণ করেন।
৭। মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ১৯৬৯ সালে মৃত্যুবরণ করেন।
৮। মুহম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
৯। মুহম্মদ শহীদুল্লাহ কত সালে সংস্কৃতে বিএ (অনার্স) পাস করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ১৯১০ সালে সংস্কৃতে বিএ (অনার্স) পাস করেন।
১০। মুহম্মদ শহীদুল্লাহ্ কত সালে ভাষাতত্ত্বে এমএ পাস করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ্ ১৯১২ সালে ভাষাতত্ত্বে এমএ পাস পারেন।
১১। মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ প্যারির সােরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন।
১২। মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু-পত্রিকার নাম কী?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু-পত্রিকার নাম আঙুর’।
১৩। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে?
উত্তর : বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন মুহম্মদ শহীদুল্লাহ।
১৪। শেষ নবীর সন্ধানে’ কার রচনা?
উত্তর : ‘শেষ নবীর সন্ধানে’ মুহম্মদ শহীদুল্লাহর রচনা।
১৫। মুহম্মদ শহীদুল্লাহ ভাষাতত্তে এমএ পাস করেন ” বিশ্ববিদ্যালয় থেকে?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ভাষাতত্তে এমএ পাস করেন | কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
১৬। বিদেশি আসলে কে ছিলেন?
উত্তর : বিদেশি আসলে ফেরেশতা ছিলেন।
১৭। আল্লাহর হুকুমে কাজ করেন কে?
উত্তর : আল্লাহর হুকুমে কাজ করেন ফেরেশতা।
১৮। স্বর্গীয় দূত কার গায়ে হাত বুলালেন?
উত্তর : স্বর্গীয় দূত ধবলরােগীর গায়ে হাত বুলালেন।
১৯। আল্লাহর দূত কার মাথায় হাত বুলালেন?
উত্তর : আল্লাহর দূত টাকওয়ালার মাথায় হাত বুলালেন।
২০। স্বর্গীয় দূত কার চোখে হাত বুলালেন?
উত্তর : স্বর্গীয় দূত অন্ধ লােকের চোখে হাত বুলালেন।
২১। ছাগলের বাচ্চাকে কী বলে?
উত্তর : ছাগলের বাচ্চাকে ছানা বলে।
২২। গরুর বাচ্চাকে কী বলে?
উত্তর : গরুর বাচ্চাকে বাছুর বলে।
২৩। সততার পুরস্কার’ গল্পে কার পুঁজি ফুরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে?
উত্তর : সততার পুরস্কার গল্পে বিদেশি ছদ্মবেশী
ফেরেশতার পুঁজি ফুরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
২৪। ফেরেশতা ধবলরােগীর কাছে কী চাইলেন?
উত্তর : ফেরেশতা বলরােগীর কাছে উট চাইলেন।
২৫। সকলে ঘৃণা করত কাকে?
উত্তর : ধবলরােগীকে সকলে ঘৃণা করত।
২৬। লােকের মুখ দেখতে চায় কে?
উত্তর : লােকের মুখ দেখতে চায় অন্ধ ব্যক্তি।
২৭। ধবলরােগীর কিসে ভাগ্য খুলল?
উত্তর : ধবলরােগীর গাভিন উটের দ্বারা ভাগ্য খুলল।
২৮। টাকওয়ালার কিসে ভাগ্য খুলল?
উত্তর : টাকওয়ালার গাভিন গাভিতে ভাগ্য খুলল।
২৯। অন্ধ ব্যক্তির কিসে ভাগ্য খুলল?
উত্তর : অন্ধ ব্যক্তির গাভিন ছাগলের দ্বারা ভাগ্য খুলল।
৩০। ইহাতে তােমাদের ভাগ্য খুলিবে’— এটা কার কথা?
উত্তর : ইহাতে তােমাদের ভাগ্য খুলিবে’- এটা ফেরেশতার কথা।

error: Content is protected !!