HomeবাংলাBangla VI - 1st paperসততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

সততার পুরস্কার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

Author

Date

Category

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:
১। আমির শব্দের অর্থ কী?
উত্তর : আমির শব্দের অর্থ ধনবান।
২। ফেরেশতা কিসের তৈরি?
উত্তর : ফেরেশতা নূরের তৈরি। |
৩। টাকওয়ালা লােকটি কী চাইল?
উত্তর : টাকওয়ালা লােকটি গাই চাইল।
৪। স্বর্গীয় দূত’ অর্থ কী?
উত্তর : স্বর্গীয় দূত অর্থ আল্লাহর বার্তাবাহক। |
৫। সততার পুরস্কার গল্পে কে কৃতজ্ঞ ছিল?
উত্তর : ‘সততার পুরস্কার’ গল্পের অন্ধ লােকটি কৃতজ্ঞ ছিল।
৬। মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ সালে জন্মগ্রহণ করেন।
৭। মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ১৯৬৯ সালে মৃত্যুবরণ করেন।
৮। মুহম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
৯। মুহম্মদ শহীদুল্লাহ কত সালে সংস্কৃতে বিএ (অনার্স) পাস করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ১৯১০ সালে সংস্কৃতে বিএ (অনার্স) পাস করেন।
১০। মুহম্মদ শহীদুল্লাহ্ কত সালে ভাষাতত্ত্বে এমএ পাস করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ্ ১৯১২ সালে ভাষাতত্ত্বে এমএ পাস পারেন।
১১। মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ প্যারির সােরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন।
১২। মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু-পত্রিকার নাম কী?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু-পত্রিকার নাম আঙুর’।
১৩। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে?
উত্তর : বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন মুহম্মদ শহীদুল্লাহ।
১৪। শেষ নবীর সন্ধানে’ কার রচনা?
উত্তর : ‘শেষ নবীর সন্ধানে’ মুহম্মদ শহীদুল্লাহর রচনা।
১৫। মুহম্মদ শহীদুল্লাহ ভাষাতত্তে এমএ পাস করেন ” বিশ্ববিদ্যালয় থেকে?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ভাষাতত্তে এমএ পাস করেন | কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
১৬। বিদেশি আসলে কে ছিলেন?
উত্তর : বিদেশি আসলে ফেরেশতা ছিলেন।
১৭। আল্লাহর হুকুমে কাজ করেন কে?
উত্তর : আল্লাহর হুকুমে কাজ করেন ফেরেশতা।
১৮। স্বর্গীয় দূত কার গায়ে হাত বুলালেন?
উত্তর : স্বর্গীয় দূত ধবলরােগীর গায়ে হাত বুলালেন।
১৯। আল্লাহর দূত কার মাথায় হাত বুলালেন?
উত্তর : আল্লাহর দূত টাকওয়ালার মাথায় হাত বুলালেন।
২০। স্বর্গীয় দূত কার চোখে হাত বুলালেন?
উত্তর : স্বর্গীয় দূত অন্ধ লােকের চোখে হাত বুলালেন।
২১। ছাগলের বাচ্চাকে কী বলে?
উত্তর : ছাগলের বাচ্চাকে ছানা বলে।
২২। গরুর বাচ্চাকে কী বলে?
উত্তর : গরুর বাচ্চাকে বাছুর বলে।
২৩। সততার পুরস্কার’ গল্পে কার পুঁজি ফুরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে?
উত্তর : সততার পুরস্কার গল্পে বিদেশি ছদ্মবেশী
ফেরেশতার পুঁজি ফুরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
২৪। ফেরেশতা ধবলরােগীর কাছে কী চাইলেন?
উত্তর : ফেরেশতা বলরােগীর কাছে উট চাইলেন।
২৫। সকলে ঘৃণা করত কাকে?
উত্তর : ধবলরােগীকে সকলে ঘৃণা করত।
২৬। লােকের মুখ দেখতে চায় কে?
উত্তর : লােকের মুখ দেখতে চায় অন্ধ ব্যক্তি।
২৭। ধবলরােগীর কিসে ভাগ্য খুলল?
উত্তর : ধবলরােগীর গাভিন উটের দ্বারা ভাগ্য খুলল।
২৮। টাকওয়ালার কিসে ভাগ্য খুলল?
উত্তর : টাকওয়ালার গাভিন গাভিতে ভাগ্য খুলল।
২৯। অন্ধ ব্যক্তির কিসে ভাগ্য খুলল?
উত্তর : অন্ধ ব্যক্তির গাভিন ছাগলের দ্বারা ভাগ্য খুলল।
৩০। ইহাতে তােমাদের ভাগ্য খুলিবে’— এটা কার কথা?
উত্তর : ইহাতে তােমাদের ভাগ্য খুলিবে’- এটা ফেরেশতার কথা।

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments