মূলভাব
মানুষে মানুষে অনেক ধরনের ভেদাভেদ ও বৈষম্য থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় সত্য হচ্ছে আমরা সবাই মানুষ।
সম্প্রসারিত ভাব:
সব মানুষই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। সৃষ্টিকর্তার সকল সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর একই জল হাওয়াতে আমরা বেড়ে উঠি। আমাদের সবার রক্তের রং লাল। তাই মানুষ একে অন্যের ঘনিষ্ঠ আত্মীয়। আমরা যে যুগের মানুষই হই-না কেন। আমাদের একটি পরিচয়, আমরা মানুষ। কখনো কখনো স্বার্থের জন্য আমরা জাত-কুল-ধর্ম-বর্ণ পার্থক্য তৈরি করে মানুষকে দূরে ঠেলে দেই, একদল আরেক দলকে ঘৃণা করি, কিন্তু এগুলো আসলে সাময়িক। প্রকৃত ব্যাপার হচ্ছে আমরা একে অন্যের পরম বন্ধু। আমাদের উচিত সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা। প্রত্যেককে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া। মানুষের মধ্যে নারী-পুরুষ, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র, হিন্দু-মুসলমান এমন ভাগাভাগি কখনোই হতে পারে না। বৈষম্যমুক্ত একটি পৃথিবী গড়ার মাধ্যমেই মানুষ সংঘাত বিদ্বেষ মুক্ত শান্তিপূর্ণ এক বিশ্ব প্রতিষ্ঠা করতে পারবে।
মন্তব্য
সব ধর্মবর্ণ গোত্রের মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে পারলেই পৃথিবীতে সুখ ও শান্তি বিরাজ করবে।