জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন \ ১ \ মামুনুর রশীদ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মামুনুর রশীদ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন \ ২ \ ‘সেই ছেলেটি’ নাটিকাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর : ‘সেই ছেলেটি’ নাটিকাটি পাঠের উদ্দেশ্য হলো শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি মমতাবোধ সৃষ্টি।
প্রশ্ন \ ৩ \ ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
উত্তর : ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা মামুনুর রশীদ।
প্রশ্ন \ ৪ \ মোমেন, সাবু ও আরজু কীসের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল?
উত্তর : মোমেন, সাবু ও আরজু গ্রামের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল।
প্রশ্ন \ ৫ \ কে আরজুকে বলে স্কুল ফাঁকি দেয়া কিন্তু খারাপ?
উত্তর : আইসক্রিমওয়ালা আরজুকে বলে স্কুল ফাঁকি দেয়া কিন্তু খুব খারাপ।
You May also like: সেই ছেলেটি – সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ৬ \ আরজু কোথায় বসে আছে?
উত্তর : আরজু পলাশতলীর আমবাগানে বসে আছে।
প্রশ্ন \ ৭ \ ছোটবেলা থেকে আরজুর পা-টা কেমন ছিল?
উত্তর : ছোটবেলা থেকেই আরজুর পা-টা চিকন ছিল।
প্রশ্ন \ ৮ \ কার বাজারের সময় চলে যায়?
উত্তর : আইসক্রিমওয়ালার বাজারের সময় চলে যায়।
প্রশ্ন \ ৯ \ কার ডানায় ভর করে আরজু স্কুলে যেতে চায়?
উত্তর : পাখির ডানায় ভর করে আরজু স্কুলে যেতে চায়।
প্রশ্ন \ ১০ \ রোজ রোজ কে স্যারের বকুনি খায়?
উত্তর : রোজ রোজ সাবু স্যারের বকুনি খায়।
প্রশ্ন \ ১১ \ বন্ধুরা স্কুলে চলে যাবার পর আরজুর সঙ্গে প্রথমে কার দেখা হলো?
উত্তর : বন্ধুরা স্কুলে চলে যাবার পর আরজুর সঙ্গে প্রথমে দেখা হলো আইসক্রিমওয়ালার।
প্রশ্ন \ ১২ \ আইসক্রিমওয়ালার পর কার সঙ্গে আরজুর দেখা হয়েছিল?
উত্তর : আইসক্রিমওয়ালার পর হাওয়াই মিঠাইওয়ালার সঙ্গে আরজুর দেখা হয়েছিল।
প্রশ্ন \ ১৩ \ লতিফ স্যার কখন আসেন?
উত্তর : লতিফ স্যার টিফিনের ঘণ্টা বাজার পর আসেন।