HomeবাংলাBangla Class VIIসেই ছেলেটি - জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সেই ছেলেটি – জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

Author

Date

Category

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন \ ১ \ মামুনুর রশীদ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মামুনুর রশীদ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন \ ২ \ ‘সেই ছেলেটি’ নাটিকাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর : ‘সেই ছেলেটি’ নাটিকাটি পাঠের উদ্দেশ্য হলো শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি মমতাবোধ সৃষ্টি।
প্রশ্ন \ ৩ \ ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
উত্তর : ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা মামুনুর রশীদ।
প্রশ্ন \ ৪ \ মোমেন, সাবু ও আরজু কীসের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল?
উত্তর : মোমেন, সাবু ও আরজু গ্রামের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল।
প্রশ্ন \ ৫ \ কে আরজুকে বলে স্কুল ফাঁকি দেয়া কিন্তু খারাপ?
উত্তর : আইসক্রিমওয়ালা আরজুকে বলে স্কুল ফাঁকি দেয়া কিন্তু খুব খারাপ।

You May also like: সেই ছেলেটি – সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন \ ৬ \ আরজু কোথায় বসে আছে?
উত্তর : আরজু পলাশতলীর আমবাগানে বসে আছে।
প্রশ্ন \ ৭ \ ছোটবেলা থেকে আরজুর পা-টা কেমন ছিল?
উত্তর : ছোটবেলা থেকেই আরজুর পা-টা চিকন ছিল।
প্রশ্ন \ ৮ \ কার বাজারের সময় চলে যায়?
উত্তর : আইসক্রিমওয়ালার বাজারের সময় চলে যায়।
প্রশ্ন \ ৯ \ কার ডানায় ভর করে আরজু স্কুলে যেতে চায়?
উত্তর : পাখির ডানায় ভর করে আরজু স্কুলে যেতে চায়।
প্রশ্ন \ ১০ \ রোজ রোজ কে স্যারের বকুনি খায়?
উত্তর : রোজ রোজ সাবু স্যারের বকুনি খায়।
প্রশ্ন \ ১১ \ বন্ধুরা স্কুলে চলে যাবার পর আরজুর সঙ্গে প্রথমে কার দেখা হলো?
উত্তর : বন্ধুরা স্কুলে চলে যাবার পর আরজুর সঙ্গে প্রথমে দেখা হলো আইসক্রিমওয়ালার।
প্রশ্ন \ ১২ \ আইসক্রিমওয়ালার পর কার সঙ্গে আরজুর দেখা হয়েছিল?
উত্তর : আইসক্রিমওয়ালার পর হাওয়াই মিঠাইওয়ালার সঙ্গে আরজুর দেখা হয়েছিল।
প্রশ্ন \ ১৩ \ লতিফ স্যার কখন আসেন?
উত্তর : লতিফ স্যার টিফিনের ঘণ্টা বাজার পর আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments