স্বাধীনতা দিবস বাংলাদেশীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের শুরু হয় তা 16 ই ডিসেম্বর স্বাধীনতা অর্জনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। স্বাধীন জাতি হিসেবে আমাদেরকে মর্যাদা প্রদান করেছে এই দিনটি। ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু গণমানুষের এই রায়কে তৎকালীন পাকিস্তান সরকার মেনে নিতে চাননি। তারা নানা তালবাহানার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর থেকে দূরে থাকে। এদেশের মানুষের আন্দোলনে ভীত হয়ে তৎকালীন পাকিস্তান সরকার ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বর্বর শাসকগোষ্ঠী বাংলাদেশের নিরস্ত্র নিরীহ মানুষের উপর আক্রমণ চালায়। সারাদেশ ব্যাপী হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা ধরনের বর্বরতা চালায়। অবশেষে দীর্ঘ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন হয়। প্রতিবছর রাষ্ট্রীয় মর্যাদায় বিশেষ উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পালন করা হয়। স্বাধীনতা দিবস আমাদের জীবনে অত্যন্ত গৌরবের ও মর্যাদার একটি দিন।
Md. Sohel Rana
Senior Teacher, Milestone CollegeMd. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.
[…] স্বাধীনতা দিবস […]