কাবুলিওয়ালা গল্পের প্রশ্নোত্তর ও অন্যান্য আলোচনা

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন \ ১ \ কে একদণ্ড কথা না বলে থাকতে পারত না?
উত্তর : মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারত না।
প্রশ্ন \ ২ \ মিনি ছোট বেলায় কোন খেলাটি অধিক খেলত?
উত্তর : মিনি ছোট বেলায় আগডুম বাগডুম খেলাটি অধিক খেলত।
প্রশ্ন \ ৩ \ অল্প দিনের পরিচয়ে মিনির সাথে কার বন্ধুত্ব গড়ে উঠল?
উত্তর : অল্প দিনের পরিচয়ে মিনির সাথে কাবুলিওয়ালার বন্ধুত্ব গড়ে উঠল।
প্রশ্ন \ ৪ \ কাবুলিওয়ালার ঝুড়ির ভেতর দু-তিনটি মানুষ আছে এরকম কার মনে হতো?
উত্তর : কাবুলিওয়ালার ঝুড়ির ভেতর দু-তিনটি মানুষ আছে এরকম মিনির মনে হতো।
প্রশ্ন \ ৫ \ কাবুলিওয়ালার সাথে মিনির যখন পরিচয় হয় তখন মিনির বয়স কত ছিল?
উত্তর : কাবুলিওয়ালার সাথে মিনির যখন পরিচয় হয় তখন মিনির পাঁচ বছর।
প্রশ্ন \ ৬ \ কে কাবুলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না?
উত্তর : মিনির মা কাবুলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না।
প্রশ্ন \ ৭ \ কে শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত?
উত্তর : মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবনের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত।
প্রশ্ন \ ৮ \ কাবুলিওয়ালা মিনিকে সবসময় কী খেতে দিত?
উত্তর : কাবুলিওয়ালা মিনিকে সবসময় খোরমা, কিসমিস ও বাদাম খেতে দিত।
প্রশ্ন \ ৯ \ কাবুলিওয়ালা কাকে ছুরি বসিয়ে দিয়েছেন?
উত্তর : কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরীকে ছুরি বসিয়ে দিয়েছিল।
প্রশ্ন \ ১০ \ কাবুলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিল কখন?
উত্তর : কাবুলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিল সন্ধ্যাবেলা।
প্রশ্ন \ ১১ \ কাবুলিওয়ালা তার নিজের কন্যার কোন চি‎হ্নটি বয়ে বেড়াত?
উত্তর : কাবুলিওয়ালা তার নিজ কন্যার ভুসা মাখানো একটি হাতের ছাপ দেওয়া কাগজ বয়ে বেড়াত।
প্রশ্ন \ ১২ \ ‘কাবুলিওয়ালা’ কোথায় মেওয়া বিক্রি করতে আসে?
উত্তর : ‘কাবুলিওয়ালা’ কলিকাতার রাস্তায় মেওয়া বিক্রি করতে আসে।
প্রশ্ন \ ১৩ \ ‘কাবুলিওয়ালা’ কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর : কাবুলিওয়ালা আফগানিস্তান অঞ্চলে বসবাস করে।
প্রশ্ন \ ১৪ \ ‘মুষ্টি আস্ফালন’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘মুষ্টি আস্ফালন’ শব্দটি অর্থ হচ্ছে জোরে হাতের উক্তি নাড়ানো।
প্রশ্ন \ ১৫ \ এশীয়দের মধ্যে সর্বপ্রথম কে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : এশীয়দের মধ্যে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন।
প্রশ্ন \ ১৬ \ ‘শ্রীনিকেতন’ ও বিশ্বভারতী এ প্রতিষ্ঠান দুটি কে গড়ে তোলেন?
উত্তর : ‘শ্রীনিকেতন’ ও ‘বিশ্বভারতী’ এ প্রতিষ্ঠান দুটি রবীন্দ্রনাথ ঠাকুর গড়ে তোলেন।
প্রশ্ন \ ১৭ \ ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্পসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে?
উত্তর : ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্পসমূহ সংকলিত হয়েছে ‘কৈশোরক’ নামক গ্রন্থে।
প্রশ্ন \ ১৮ \ রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৩৪৮ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন।

Leave a Comment