নিউক্লিয়াস কাকে বলে?

প্রোটোপ্লাজম এর মধ্যে ভাসমান গোলাকার বস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন করছে এদের অবস্থান কোষের কেন্দ্রে। পরিণত করছে এদের স্থান পরিবর্তন হতে পারে। এরা গোলাকার তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। কোন কোন কোষে নিউক্লিয়াস থাকে না।

আরও জানুনঃ  

  1. মাইট্রোকন্ডিয়া কি?
  2. সাইটোপ্লাজম কাকে বলে?

নিউক্লিয়াস এর উপাদান গুলো কি কি?

  • নিউক্লিয়ার মেমব্রেন: এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস এর ভিতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে। সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে।
  • নিউক্লিওপ্লাজম: ভিতরের তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিওপ্লাজম। এরমধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস থাকে।
  • ক্রোমাটিন তন্তু: নিউক্লিওপ্লাজম এর মধ্যে সরু সুতার মত কিছু তন্তুর উপস্থিতি দেখা যায় যাকে ক্রোমাটিন তন্তু বলে। নিউক্লিয়াসের ভিতরে সুতার নেয় কুণ্ডলী পাকানো অবস্থায় ক্রোমাটিন তন্তু উপস্থিত থাকে। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। যেকোনো ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
  • নিউক্লিওলাস: নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর নেয় অতিক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে তাকে নিউক্লিওলাস বলে।

 

Leave a Comment