প্লাস্টিড কাকে বলে?

প্লাস্টিডঃ  সাইটোপ্লাজমে উপস্থিত একটি অঙ্গাণু হল প্লাস্টিড, যা বর্ণ বা রঙ ধারণ করে। 

প্রাণী কোষে প্লাস্টড থাকে না।  প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য।  পাতা ফুল বা ফলে যে বিচিত্ররঙা আমরা দেখি তার সবই এই প্লাস্টিডের কারণে।  সবুজ প্লাস্টড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে।  অন্যান্য রংয়ের প্লাস্টিড গুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে।  বর্ণহীন খাদ্য সঞ্চয় রাখে। 

Leave a Comment