HomeAssignments1st week Bangla assignment solution 2022 Class 6

1st week Bangla assignment solution 2022 Class 6

Author

Date

Category

সমাধানঃ

বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুর ধারনাঃ

আমাদের সমাজে যে সকল শিশুর বুদ্ধি বা শারীরিক ক্ষমতা অন্য শিশুদের থেকে ভিন্ন যে কারনে তাদের বিশেষ শিক্ষা ব্যবস্থার প্রয়োজন হয়, সে সকল শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশু বলা হয়। যে সকল শিশু তাদের সমবয়স্কদের তুলনায় বুদ্ধি বিবেচনা, শারীরিক বৈশিষ্ট্য, ভাব বিনিময় ক্ষমতা ও সামাজিক আচরন উল্লেখযোগ্য মাত্রার কম বা বেশি হয় তাকেই ব্যতিক্রমী শিশু বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ তারা সাধারন শিশুদের থেকে আলাদা ও তাই তাদের সাধারন শিশু থেকে আলাদা শিক্ষা ব্যবস্থা

প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের সহযোগীতার মনোভাব থাকার প্রয়োজন। আমাদের সাহায্য সহযোগিতা পেলে এ সকল প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন  শিশুরাও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে

আমি কী কী পারি আর কী কী পারি নাঃ 

আমি যা যা পারি

আমি যা যা পারি না

আমি চারপাশ দেখতে পারি আমি অভিনয় করতে পারিনা
আমি হাঁটাচলা করতে পারি আমি বড়দের সাথে খারাপ ব্যবহার করতে পারি না
আমি হাত দিয়ে কোন কিছু ধরতে পারি আমি আকাশে উড়ে বেড়াতে পারি না
আমি বন্ধুবান্ধবের সাথে কথা বলতে পারি আমি সাঁতার কাটতে পারিনা
আমি গান গাইতে পারি আমি ক্রিকেট খেলতে পারিনা
আমি স্বাভাবিকভাবে বুদ্ধি বিবেচনা করতে পারি

 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাসমূহ

আমাদের সমাজে যে সকল শিশু প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন তারা নানারকম অসুবিধার সম্মুখীন হয়।  এসকল শিশুরা স্বাভাবিক শিশুদের মত হয়না।  তাদের আচার-আচরণ ও দৈহিক বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় অনেক ধীর গতি সম্পন্ন হতে পারেন।  এই সকল  সমস্যার কারণে প্রতিবন্ধী শিশুরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে।  যেমনঃ

  • হাঁটাচলা করতে অসুবিধা হয়।
  •  অনেক  দেখতে পারে না।
  •  কেউবা কথা বলতে  পারেনা। 
  •  এদের মধ্যে কেউ কেউ অন্যের কথা শুনতে পারে না। 
  •  আবার অনেকেই দৈহিক গঠনে বড় হলেও মানসিকভাবে তারা ছোট শিশুর মতো আচরণ করে থাকে। 

প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আমাদের ব্যবহার যেমন হওয়া উচিৎ

  • এই ধরনের শিক্ষার্থীদের প্রথম সারিতে বসানো ব্যবস্থা  করা উচিত।
  •  তাদের কথা মন দিয়ে শুনা উচিত।
  •  তাদেরকে কথা  বলার সুযোগ দেওয়া উচিত।
  •  তাদের সাথে সহজ-সরল ও সাবলীল ভাষায় কথা বলা উচিত।
  •  তাদের যেকোনো ধরনের অসুবিধায় সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া উচিত।
  •  তাদের প্রতি সহানুভূতিশীল হঅয়া উচিত।
  •  তাদেরকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়।
  •  তাদেরকে প্রতিবন্ধী অটিস্টিক বলে তিরস্কার করা উচিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments