Homeক্যাডেট কলেজ ভতি বাংলা প্রশ্নক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন - ২০১৮

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন – ২০১৮

Author

Date

Category

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০১৮
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। এক কথায় উওর লিখ।
ক) মাদার তেরেসা মিনুর মতো শিশুদের জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন?
খ) বনফুলের প্রকৃত নাম কী?
গ) মুহাম্মদ শহীদুল্লাহ কোন শিশু পত্রিকা সম্পাদনা করেন?
ঘ) এই দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ এর পরের চরণটি কী?
ঙ) ‘রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
চ) ‘সেবার তাকে সুস্থ দেখেছিলাম ’ কোন কালের উদাহরণ?
ছ) ‘অপরাহ্ন’ এর সন্ধি বিচ্ছেদ কর
জ) ‘চলন্ত’ এর বিশেষ্য রূপ কী?
ঝ) সঠিক বানান লেখ পুষ্পঞ্জলী।
ঞ) ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ এ কথায় প্রকাশ কর।
ট) ‘যাও বীরবেশে’ কর গিয়া রণ’ এখানে ‘রণ’ কী অর্থ প্রকাশ করেছে?
ঠ) ‘কোথা থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। এখানে পাহাড় কোন কারক? ড) অর্থ অনুসারে ‘প্রবীণ’ কোন শব্দ?
ঢ) ‘বার বার সে কামান গর্জে উঠল। এখানে বার বার কোন পদের বিদ্বরুক্তি?
২। শূণ্যস্থান পূরণ করঃ
ক) পালমশাই কারিগরদের দিকে ——– তাকিয়েছিল।
খ) রবীন্দ্রনাথ ঠাকুর ——— কাব্যের জন্য নোবেল পুরষ্কার পান।
গ) ফাগুনটা খুব ——- দুঃখী মাস।
ঘ) জসীমউদদীন ফরিদপুর জেলার ——- গ্রামে জন্মগ্রহন করেন।
ঙ) ঘন মেঘের ভেতরে দিয়ে যখন সূর্যের আলো আসতে পারে না, তখন মেঘকে —— দেখায়।
৩। সঠিক উওরে টিক চিহ্ন দাও।
১। ‘ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গোলগাল’এখানে ঠান্ডা কোন বিশেষণ?
ক) রূপবাচক খ) গুণবাচক গ) ভাববাচক ঘ) অবস্থাবাচক
২। ‘ঢাকের কাঠি’ এর সমার্থক বাগধারা কোনটি?
ক) খয়ের খাঁ খ) বালির বাঁধ গ) ভরাডুবি ঘ) মোমের পুতুল
৩। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি?
ক) ২৪টি খ) ২৫টি গ) ২৬টি ঘ) ২৭টি
৪। সঠিক বানান কোনটি?
ক) ব্রাহ্মণ খ) ব্রাহ্মণ গ) ব্রাম্মন ঘ) ব্রামন ৫। কোন বানান সঠিক?
ক) মধ্যাত্ম খ) পৃষ্পাঞ্জলি গ) সায়াহ্ন ঘ) মুহুর্মুহু
৪। বিরাম চিহ্ন বসাওঃ
শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে আলুথালু ঘুমু যাও রোদে গলা দুপুরে প্রজাপতি ডেকে যায় বোঁটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এ অকূল ৫। সারমর্ম লিখঃ ‘সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে , নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে।
৬।‘‘স্বপ্ন বাস্তবায়ন হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা না যা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে বাধা দেয়। ’’ এ.পি. জে আবুল কালামের বাণীটি অনধিক ১০ বাক্যে বিশ্লেষণ কর।

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments