০১। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক ১৮৯৩ খ ১৮৯৫ গ ১৮৯৭ ঘ ১৮৯৯
০২। কাজী নজরুল কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক ২১ মে খ ২৩ মে গ ২৫ মে ঘ ২৭ মে
০৩। কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী?
ক চুরুলিয়া খ চুরুলিয়া গ আসানলোল ঘ দরিরামপুর
০৪। নজরুল ইসলাম কোন ক্লাসের ছাত্র থাকাবস্থায় প্রথম মহাযুদ্ধ শুরু হয়?
ক ৭ম খ ৮ম গ ৯ম ঘ ১০ম
০৫। কাজী নজরুল ইসলাম কোন পল্টনের সৈনিক ছিলেন?
ক হিন্দি খ বাঙালি গ তামিল ঘ উর্দু
০৬। ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
ক সাপ্তাহিক বিজলী খ সাপ্তাহিক দর্শন গ সাধনা ঘ কৃষান
০৭। কার রচনা অসাম্প্রদায়িক চেতনায় উজ্জ্বল?
ক কবি কাজী নজরুল ইসলামের খ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ কবি জসীমউদ্দীনের ঘ কবি কায়কোবাদের
০৮। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম কঠিন রোগে আক্রান্ত হন?
ক ৪১ খ ৪৩ গ ৪৫ ঘ ৪৭
০৯। কত খ্রিষ্টাব্দে কবি কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয়?
ক ১৯৭১ খ ১৯৭২ গ ১৯৭৩ ঘ ১৯৭৪
১০। কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক ১৯৭২ খ ১৯৭৪ গ ১৯৭৬ ঘ ১৯৭৮
১১। ‘অগ্নিবীণা’ কে রচনা করেছেন?
ক কবি রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ কবি কায়কোবাদ ঘ সত্যেন্দ্রনাথ দত্ত
১২। ‘যুগবাণী’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?
ক কবিতা খ নাটক গ গল্পগ্রন্থ ঘ প্রবন্ধ
১৩। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
ক মৃত্যুক্ষুধা খ ঝিলিমিলি গ চক্রবাক ঘ সর্বহারা
১৪। ‘ঝিলিমিলি’ কাজী নজরুল ইসলামের কী ধরনের গ্রন্থ?
ক উপন্যাস খ নাটক গ কবিতা ঘ প্রবন্ধ
১৫। কাজী নজরুল ইসলাম তার কাব্যে কোন শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন?
ক ইংরেজি তামিল খ বাংলা হিন্দি গ আরবি-ফারসি ঘ তামিল-উর্দু
১৬। ভাব ও কাজের মধ্যে কী পরিমাণ তফাৎ?
ক আসমান-জমিন সমান খ জমিন সমান গ আকাশের সমান ঘ পৃথিবীর সমান
১৭। কী ভাবকে রূপ দেয়?
ক ভাব খ কাজ গ স্পৃহা ঘ সৌন্দর্য
১৮। লোককে কথায় মাতাইয়া রাখাটা কবি নজরুরে ইসলামের মতে কী?
ক ভালো কাজ খ শুভ খেয়াল গ বদখেয়াল ঘ আনন্দের কাজ
১৯। ভাবের সার্থকতা থাকে না
ক ভাবকে কাজের বন্ধু না বানাতে পারিলে খ ভাবকে কাজের শত্রæ না বানাতে পারিলে
গ ভাবকে কাজের যম না বানাতে পারিলে ঘ ভাবকে কাজের দাস না বানাতে পারিলে
২০। ভাবাবেশ কখন কর্পূরের মতো উড়িয়া যায়?
ক লোককে শুধু মাতাইয়া তুললে খ লোককে ঝিমিয়া দিলে
গ লোককে মাতাইয়া গরমাগরম কার্যসিদ্ধি না করিলে ঘ লোককে নিজের মতের বাহিরে নিয়ে গেলে
২১। নিঃস্বার্থ ত্যাগী ঋষি কাকে হতে হবে?
ক যিনি ভাবের বাঁশি বাজিয়ে সবাইকে নাচান খ যিনি শুধু ভাব ধরে থাকেন
গ যিনি শুধু সবাইকে নাচান ঘ যিনি শুধু নিজে নাচেন
২২। কোথায় ঘা দেওয়া পাপ?
ক লোকের মাথায় খ লোকের পায়ে গ লোকের হাতে ঘ লোকের অনুভুতিতে
২৩। অনুপযুক্ততা প্রযুক্ত হলে কী হয়?
ক সুফল ফলে খ কুফল ফলে গ সুফল না হয়ে কুফল ফলে ঘ কোনো কিছুই হয় না
২৪। কখন কাউকে আর জাগানো যায় না?
ক কেউ ঘুমাইলে খ কেউ জাগিয়া ঘুমাইলে গ কেউ হাসাহাসি করলে ঘ কেউ কান্নাকাটি করলে
২৫। কার নিদ্রা ঢোল কাঁসি বাজিয়ে ভাঙানো যায় না?
ক দ্রৌপদীর খ কুম্ভকর্ণের গ যশোদার ঘ সীতার
২৬। আমরা কী উপায়ে শিখেছি?
ক পড়িয়া খ লিখিয়া গ বুঝিয়া ঘ ঠেকিয়া
২৭। অভিনয় করতে গিয়ে কোন জিনিসকে মুখ ভ্যাঙচানো হলো?
ক হাইরেট খ হাই স্পিরিট গ স্পিরিট ঘ রেট
২৮। স্পিরিট কী?
ক আত্মার শক্তি খ গতি গ তেল বিশেষ ঘ তেজ
২৯। যুবসমাজ কী মন থেকে মুছে ফেলতে পারবে না?
ক হঠকারিতা খ হঠকারিতার অনুশোচনা গ ভ্রম ঘ ত্যাগের মহিমা
৩০। কার অভাবে সুযোগ মাঝ মাঠে মারা যাচ্ছে?
ক সমাজকর্মী খ সাপুড়ে গ সত্যিকার কর্মী ঘ সত্যিকার ভাবুক
৩১। দেশে কী আছে?
ক ত্যাগী খ কর্মী গ সাপুড়ে ঘ মহাপুরুষ
৩২। তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের কীসের অভাব আছে?
ক যোগ সাধনার খ সত্য সাধনার গ ত্যাগের ঘ ভোগের
৩৩। বাজে লোক কী করছে?
ক নিজের উদরপূর্ণ খ নিজের ভাগ্য ত্যাগ গ নিজের শ্রম ত্যাগ ঘ নিজের শরীর ত্যাগ
৩৪। কারা সত্যিকার কর্মীদের ঝুট বানায়?
ক মুখোশ-পরা সৎমানুষেরা খ মুখোশ-পরা মহাপুরুষরা
গ মুখোশ-পরা মহাপুরুষ নামি ভন্ড জ্ঞানীরা ঘ মুখোশ-পরা মহামানবরা
৩৫। জনসাধারণের মন কেন সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে?
ক মুখোশধারীদের ভন্ডামি বুঝতে না পেরে খ মুখোশধারীদের কষ্ট বুঝতে না পেরে
গ মুখোশধারীদের হট্টগোল বুঝতে না পেরে ঘ মুখোশধারীদের চালাকি বুঝতে না পেরে
৩৬। ভাবকে নিজের দাস বানানো অর্থ হচ্ছে
ক ভাবের সাগরে গা ভাসানো খ ভাবের মধ্যে ডুবে থাকা
গ ভাবের অনুগত হওয়া ঘ ভাবকে নিয়ন্ত্রণ করে উন্নয়নের পথে কাজে লাগানো
৩৭ কেন ভাব সাধনা করতে হবে?
ক কর্মে শক্তি আনতে খ কর্মে জোশ আনতে গ কর্মে বেদনা আনতে ঘ কর্মে অনীহা আনতে
৩৮। কী দেশকে আগাইয়া দেবে?
ক ব্যক্তিগত গুণ খ ব্যক্তিস্বাতন্ত্র্য গ ব্যক্তির আচরণ ঘ ব্যক্তিত্ববোধ
৩৯। কোমর বেঁধে নামার আগে কী দেখতে হবে?
ক কাজের লাভ খ কাজের দোষ গ কাজের ফল ঘ কাজের গুণ
৮০। উদ্মো ষাঁড়ের মতো দেওয়ালে গা ঘেঁষড়াইলে কী হয়?
ক চামড়া উঠে খ জ্ঞান আহরণ হয় গ লাভ হয় ঘ মূর্খ হয়
৪১। বন্ধন দেওয়াল ভাঙতে হলে কী করতে হবে?
ক দেওয়াল ঠেলতে হবে খ ভিত্তিমূলে শাবল মারতে হবে গ জোরে ঠাক্কা দিতে হবে ঘ উদ্মো ষাঁড়ের মতো ঘেঁষটাতে হবে
৪২। কোথায় চুরি করতে নিষেধ করা হয়েছে?
ক নিজের ঘরে খ পরের ঘরে গ ভাবের ঘরে ঘ মালিকের ঘরে
৪৩। কী করলে উৎসাহ অনর্থক নষ্ট হয় না?
ক সম্ভাবনা অসম্ভাবনার কথা বিবেচনা করে কাজে নামলে খ সম্ভাবনা দেখে কাজে নামলে
গ উৎসাহ নিয়ে কাজে নামলে ঘ অসম্ভাবনা দেখে কাজে নামলে
৪৪। কী কাজে মানুষের নিজের অধিকার নাই?
ক আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করতে খ আত্মার শক্তি বিলাতে
গ আত্মার শক্তিকে অন্যের অধিকারে দিতে ঘ আত্মার শক্তিকে শুধু ভোগ করতে
সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর ডাউনলোড করুনঃ ভাব ও কাজ প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তরঃ