জাতীয় পতাকা হল যে কোন জাতির মর্যাদার প্রতীক। পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশ বা জাতির একটি নির্দিষ্ট জাতীয় পতাকা থাকে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রয়েছে একটি জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকায় ঘন সবুজ রঙের উপর একটি লাল বৃত্ত রয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ঃ৬। অর্থাৎ পতাকার দৈর্ঘ্য যদি হয় 10 ফুট তবে প্রয়োজন হবে ছয় ফুট। মাঝে লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ। বাংলাদেশের জাতীয় পতাকা রংয়ের নির্দিষ্ট তাৎপর্য রয়েছে । পতাকার সবুজ বর্ণ বাংলাদেশের শ্যামল প্রকৃতির তাৎপর্য বহন করে। এছাড়া পতাকার সবুজ রং দেশের তারুণ্য সজিবতা ও সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। এছাড়া মাঝে বৃত্তের মধ্যে লাল রং নবজাগরণের ইঙ্গিত বহন করে। প্রতিটি মানুষের মধ্যে একমি লাল রঙ প্রবাহিত তাই বৃত্তের মধ্যে লাল রং মানুষের সমতা বিধান করছে। মুসলিম, হিন্দ্, বৌদ্, খ্রিস্টান কোন ভেদাভেদ নেই; দেশের সম্পদের সবার সমান অধিকার রয়েছে। এটি আমাদের শিক্ষা সংস্কৃতি ও আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমাদের জাতীয় পতাকা আমাদের গর্ব।