HomeAssignmentsAssignments 2022

Assignments 2022

Author

Date

Category

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামুয়ালাইকুম,

তোমরা অবগত আছ যে কিছুদিন যাবত কোভিদ নাইনটিন সংক্রমণ অনেকটা বেড়ে গিয়েছে। ফলে বিগত দুই বছরের মতো এ বছরের প্রথম থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থীরা পড়াশোনায় ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা সকলেই অবগত রয়েছে।  তবুও  শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য বিগত বছরের মতো এ বছরও অ্যাসাইনমেন্ট বা ধারাবাহিক মূল্যায়ন এর ব্যবস্থা করা হয়েছে।    এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যেই প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে।  আমার আজকে পোষ্টের মাধ্যমে  সবগুলো এসাইনমেন্ট তুলে ধরব।  ইনশাআল্লাহ এ বছর আমরা শিক্ষার্থীদের এসাইনমেন্ট করতে নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করে সাহায্য করবো।  আশা করছি তোমরা উপকৃত হবে।  তবে শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে তোমরা অনলাইন কোন উৎস থেকে অ্যাসাইনমেন্ট সরাসরি  কপি করবে না।  সকল অনলাইন উৎস সমূহের মধ্যে যে সকল নমুনা উত্তর দেওয়া থাকে সেই সকল নমুনা উত্তর সরাসরি কপি করলে শিক্ষকমন্ডলী কোনমতেই তোমাদের পরিপূর্ণ নাম্বার অর্থাৎ অতি উত্তম প্রদান করবে না।  তাই  তোমরা কোন মতেই অনলাইন উৎস বা  গৃহশিক্ষকের  উত্তর সরাসরি কপি করে প্রদান করবে না।

Download 1st week’s assignments:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments