দেশের সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি চিঠি লিখ।
তারিখ:২৪/১০/২০২১
বাগেরহাট, বরিশাল
প্রিয় শাহিন,
আমার প্রান ঢালা ভালবাসা ও শুভেচ্ছা রইল। আশা করি ভালাে আছ। বাংলা ভাষায় লেখা তােমার দারুণ চিঠিটি পেয়েছি। তুমি দীর্ঘ দিন ধরে প্রবাসে রয়েছ। তবুও তুমি চিঠিটি বাংলাতে লিখে অবাক করে দিয়েছ। চিঠিতে তুমি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছ। আমার আজকের চিঠিতে বাংলাদেশের প্রাকৃতিক রুপের বর্ণনা তুলে ধরছি।
তুমি তাে জানাে, আমাদের এই বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ছয় ঋতুর ছয়টি রূপে অপরূপা আমাদের এই দেশের প্রকৃতি। সবুজ মাঠ, অবারিত ধানক্ষেত, নদীনালা, খাল-বিল আর পাহাড়চেরা ঝর্ণাধারার প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ। এ দেশের কক্সবাজার সমুদ্রসৈকত পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্রসৈকত। তুমি ঢাকায় এলে আমরা কক্সবাজার সমুদ্রসৈকতে অবশ্যই বেড়াতে যাবা। এছাড়া রয়েছে সুন্দরবন যা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বান্দরবন, ও রাঙ্গামাতির রুপ সবাইকে মুগ্ধ করে।
কবে আসছাে? জানাবে। আজ আর নয়। আমার নিকট আবার চিঠি লিখাে। ভালাে থেকো। শরীরের বেশি বেশি যত্ন নিও।
ইতি
তােমার বন্ধু
রানা