HomeBlogBoard Question, Subject - Bangla

Board Question, Subject – Bangla

Author

Date

Category

Dinajpur Board 2016

বহুনির্বাচনী মূলক প্রশ্ন:

  1. সব সুন্দর সৃষ্টির মধ্যেই একটি রূপ আছে তার নাম কি? উত্তর স্বাধীনতা
  2. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? উত্তর প্রাকৃত ভাষা
  3. নগেনের মামার প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাওয়ার কারণ কি? উত্তর অনুতাপ ও আত্মগ্লানি
  4. মিয়ানমারের নারী পুরুষ উভয়ে কোন পোশাকটি পরে? উত্তর লুঙ্গি
  5. অতিথির স্মৃতি গল্পের মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পড়তো কেন? উত্তর বিকৃতি আড়াল করতে
  6. বিশাল সম্পত্তির তিনটি চালকল দুটি হোস্টেলের মালিক হবার পরও তুমি আর মনে শান্তি নেই তার আরো চাই। উদ্দীপকের দুনিয়ার সাথে সুখী মানুষ’ নাটিকার সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? উত্তর মোড়ল
  7. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম সাল কোনটি? উত্তর ১৯২০
  8. শায়লা সন্ধ্যায় ছাদে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে শাশুড়ি বলেন বউ মাকে ভুতে ধরেছে। শায়লার শাশুড়ির মানসিকতায় কোন চিত্রের ভূত গল্পের কোন বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে? উত্তর কুসংস্কারচ্ছন্নতা
  9. মকবুল বুড়ো তিনটি বিয়ে করেছে সে অগোচরে রাতের আধারে তার বউদের দিয়ে জমিতে লাঙ্গল টানার কথা ভাবছে। উদ্দীপকের মকবুল বুড়োর মানসিকতা থেকে উত্তরণের আহ্বান রয়েছে নিচের কোন কবিতায়? উত্তর নারী কবিতা
  10. উক্ত কবিতায় প্রকাশ পেয়েছে—উত্তর নারীর অধিকারের কথা।
  11. চারিপাশে তার জমিল লোকের ভিড় বলিয়া উঠিল একজন আরে এজে ঘরের ছেলে, ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে। উদ্দীপকের ভাবার্থের বৈপরীত্য দেখা যায় নিচের কোন কবিতায়? মানবধর্ম কবিতায়।
  12. একুশের গান প্রথম ছাপা হয় কত খ্রিস্টাব্দে? উত্তর ১৯৫৩ সালে
  13. কবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যু দেবতাকে ভয় পাবেন না যদি দেশমাতৃকা থাকে—- উত্তর মনে রাখে।
  14. ‘তব মনঃকোকনদে’ এ বাক্যে ‘কোক নদ’ বলতে কি বুঝিয়েছেন? উত্তর বঙ্গভূমিকে
  15. দুই বিঘা জমি কবিতায় উল্লেখিত নদীর নাম কি? উত্তর গঙ্গা
  16. লালনের দর্শন প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? উত্তর গানের মাধ্যমে
  17. একই শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কে কি বলে? উত্তর দ্বিরুক্ত শব্দ
  18. গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? উত্তর চাংমা
  19. আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়েছি। ‘গুচ্ছ’ শব্দটি কোন প্রকারের বহুবচন? উত্তর সমষ্টিবাচক
  20. নদ্যম্বু শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? নদী+ অম্বু
  21. কোন কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কী বলে? উত্তর ধনাত্মক শব্দ
  22. অকাজ শব্দটি কোন উপায়ে গঠিত? উত্তর উপসর্গযোগে
  23. নিচের কোন বাক্যটিতে সংস্কৃত ধাতু রয়েছে? উত্তর ছাত্রদের কর্তব্য লেখাপড়া করা।
  24. নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর অটবি
  25. সন্ধিজাত সন্ধিজাত শব্দ যুক্ত ব ফলায় ব এর উচ্চারণ কি? উত্তর ব এর উচ্চারণ বজায় থাকে।
  26. জানুয়ারি বানাদে ই কার হবার কারণ কি? অতৎসম শব্দ বলে
  27. জুহান বই পড়ছিল বাক্যটি কোন কালের উদাহরণ? উত্তর ঘটমান অতীত
  28. বাক্যে সম্বন্ধের পর কি বসে? উত্তর কমা বসে
  29. তার গল্পটি মনে ধরেছে এখানে ‘ধরা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর ভালোলাগা
  30. ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? উত্তর ধাতু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Md. Sohel Rana

Senior Teacher, Milestone College

Md. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.

Recent posts

Recent comments