NTRCA V-Roll form Fill up এর জন্য প্রয়োজনীয় কাগজ পত্র।

ভি রোল জন্য user id ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।

সকল ডকুমেন্টস আগে থেকে সংগ্রহ করে অনলাইন ভেরিফিকেশন ফরম পূরণ করুন।

প্রয়োজনীয় ডকুমেন্টস সমুহ:

১। SSC, HSC, অনার্স, মাস্টার্স সনদ (অবশ্যই দিতে হবে)
২। Ntrca সনদ
৩। নিজ NID (অবশ্যই দিতে হবে)
৪। পিতা ও মাতার NID, স্ত্রী/স্বামীর nid (মৃত হলে লাগবে না, জীবিত থাকলে Nid দিলে ভালো,না থাকলে সমস্যা নাই)
৫। জাতীয় নাগরিক সনদ(চেয়ারম্যান/কাউন্সিলর)(অবশ্যই দিতে হবে)
৬। জন্মসনদ (দিলে ভালো)
৭। সর্বশেষ অনার্স/মাস্টার্স এর বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র ((অবশ্যই দিতে হবে)
৮। স্কুল/ কলেজ যে প্রতিষ্ঠানে অধ্যায়ন করেছেন প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র( দিলে ভালো না দিলে সমস্যা নাই। তবে তদন্ত কর্মকর্তা অনেক সময় এটা চাই)
৫। অবিবাহিত হলে উপজেলা পরিষদ প্রত্যয়ন পত্র( দিলে ভালো না দিলে সমস্যা নাই। তবে তদন্ত কর্মকর্তা অনেক সময় এটা চাই)
৬। কোন চাকরি করে থাকলে তার ছাড়পত্র/অভিজ্ঞতা পত্র (দিলে ভালো)
৭। স্থানীয় হলে বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের যে কোন ১ টি কপি
৮। জমির খাজনার কপি (দিলে ভালো)

★★★উপরিউক্ত সকল ডকুমেন্টস scan করে jpg/pdf করে অনলাইন ভেরিফিকেশন ফরমে আপলোড় দিতে হবে।

#নোটঃ যে সব ডকুমেন্টস নাই তা আপাতত না দিলে সমস্যা নাই। তবে তদন্ত কর্মকর্তা পরে চাইলে বুঝিয়ে বলবেন বা সংগ্রহ করে দিবেন।

ভেরিফাই ফরমে নামের পাশে আপনার মোবাইল নম্বরটি ব্রাকেটে দিলে ভালো।

মনে রাখবেন, NID/সনদে নামের বানান ভুল এসব পুলিশ ভেরিফিকেশনে কোন সমস্যা হয় না।