স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।
তারিখ : ৩ আগস্ট ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
কালাচাঁদ পুর উচ্চ বিদ্যালয়
গুলশান, ঢাকা-১২১২
বিষয় : সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেনির শিক্ষার্থী। আমাদের বিদ্যালয় ঢাকা শহরের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায়, দুর-দুরান্ত থেকে অনেক শিক্ষার্থী এই বিদ্যালয়ে ভর্তি হয়। এই বিদ্যালয়ের নানান সুযোগসুবিধা, এসকল শিক্ষার্থীদের আকৃষ্ট করেছে। কিন্তু পরিতাপের বিষয় এই যে, আমাদের স্কুলের একমাত্র টিউবওয়েলটি আর্সেনিকমুক্ত না হওয়ায় আমরা খাবার পানির বিশেষ সংকটে আছি। সকল শিক্ষারদের এ অবস্থায় আমাদের স্কুলে দ্রুত একটি আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করা দরকার।
অতএব, জনাবের নিকট বিনীত আবেদন, জরুরি ভিত্তিতে একটি আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
কালাচাঁদ পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে
তাসনুভা
শ্রেণি : ৭ম
রোল : ০১