আব্দুল করিম সাহিত্য বিশারদ

  1. আব্দুল করিমের জন্ম ও মৃত্যু কত সাল? উত্তর জন্ম 1869 সালে সালে এবং মৃত্যু 1953 সালে।
  2. সাগর কি জাতীয় গ্রন্থ কে রচনা করেছেন? উত্তর: প্রবন্ধগ্রন্থ লিখেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ
  3. পদ্মাবতী বাংলা প্রাচীন পুথির বিবরণ গোরক্ষবিজয় মৃগলুব্ধ প্রভৃতি কোন জাতীয় গ্রন্থ? উত্তর সম্পাদিত গ্রন্থ
  4. আরাকান রাজসভায় বাংলা সাহিত্য ডক্টর মোহাম্মদ এনামুল হক কার সহযোগে শেষ করেছেন? উত্তর আব্দুল করিম সাহিত্য বিশারদ এর সহযোগে।
  5. চট্টগ্রামের পন্ডিত সমাজ কোন সাহিত্যিক কে সাহিত্যবিশারদ উপাধিতে ভূষিত করেন? উত্তর: আব্দুল করিমকে।

Leave a Comment