অনুচ্ছেদ

অনুচ্ছেদ একটি পারিভাষিক শব্দ।  ইংরেজিতে আমরা যাকে প্যারাগ্রাফ বলি।  সুতরাং অনুচ্ছেদ অর্থ হলো ছোট আকারে একটি বদ্ধ রচনা।  যে কোন নির্দিষ্ট বিষয় কে শিরোনাম পড়ে সেই বিষয়ে পরিপূর্ণ অথচ ছোট আকারে গদ্য রচনাটি বলা হয় অনুচ্ছেদ।  অনুচ্ছেদ রচনার জন্য বেশকিছু বিষয় লক্ষণীয়। যেমন স্বল্প দৈর্ঘ্যের মধ্যে বিষয়টিকে স্পষ্ট করে বলতে হবে।  অনুচ্ছেদ লিখতে হবে একটি নির্দিষ্ট ভাবতে কেন্দ্র করে এবং পরিপূর্ণ ভাবে।  অনুচ্ছেদ লেখার সময় কতটি বাক্য বা শব্দ থাকবে তার কোনো ধরাবাধা নিয়ম নেই।  বিষয়বস্তুকে এমন ভাবে ভাগ করে নিতে হবে যেন পরস্পর সামঞ্জস্যপূর্ণ হয়। 

 

 কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ

  1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস / শহীদ দিবস
  2.  স্বাধীনতা দিবস
  3.  বিজয় দিবস
  4.  আমাদের জাতীয় পতাকা
  5.  সত্যবাদিতা
  6.  ইন্টারনেট
  7.  তথ্যপ্রযুক্তি
  8.  ডিজিটাল বাংলাদেশ
  9.  বাংলা নববর্ষ
  10.  একুশে বইমেলা
  11.  একটি শীতের সকাল
  12.  গ্রন্থাগার
  13.  বর্ষাকাল
  14.  বই পড়া
  15.  কর্মমুখী শিক্ষা
  16.  কুটির শিল্প 
  17.   খাদ্যে ভেজাল
  18.  নারী শিক্ষা
  19.  যৌতুক প্রথা
  20.  পরিবেশ দূষণ
  21.  যানজট
  22.  সড়ক দুর্ঘটনা
  23.  বিদ্যালয়ের শেষ দিন
  24.  বিশ্বায়ন
  25. শিশুশ্রম
  26.  বসন্তকাল
  27.  বৈশাখী মেলা
  28.  গ্রন্থমেলা
  29.  বৃক্ষরোপণ কর্মসূচি
  30.  রূপসী বাংলা

Leave a Comment