- কাজী কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু কত সালে? উত্তর ২৫ মে ১৮৯৯ সালে এবং মৃত্যু 29 আগস্ট 1976।
- বাল্যকালে তিনি কি নামে পরিচিত ছিলেন? উত্তরঃ দুখু মিয়া
- বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন? উত্তর কাজী নজরুল ইসলাম।
- কাজী কাজী নজরুল ইসলাম কি নামে খ্যাত? উত্তর বিদ্রোহী কবি
- কাজী নজরুল ইসলাম 1917 সালে কত নং পল্টনে যোগদান করেন? উত্তরঃ 49 নং
- আদালতে আদালতে প্রদত্ত কবি নজরুলের রচনার নাম কি? তোর রাজবন্দির জবানবন্দি।
- 1933 সালে প্রকাশিত বিষের বাঁশি কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন? উত্তর মিসেস এম রহমান।
- কোন কোন পত্রোপন্যাস অনুসরণে তিনি বিদ্রোহী কবিতা রচনা করেন? উত্তর সাহসিকা
- চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উত্তর গল্পগ্রন্থ
- ভাঙার ভাঙার গান কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উত্তর কাব্যগ্রন্থ
- আবুল আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভূমিকা রচনা করেছেন? উত্তরা আয়না
- কাজী কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি
- কাজী কাজী নজরুল ইসলামের সম্পাদিত কিছু উপন্যাসের নাম — দৈনিক নবযুগ, ধুমকেতু, লাঙ্গল
- দৈনিক দৈনিক নবযুগ, ধুমকেতু, লাঙ্গল উপন্যাস তিনটি কত সালে প্রকাশিত হয়? উত্তর নবযুগ ১৯৪১ সালে, ধুমকেতু ১৯২২ সালে, এবং লাঙ্গল 1925 সালে
- কাজী কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যগ্রন্থের নাম লিখুন। উত্তর: পুতুলের বিয়ে, আলেয়া, ঝিলিমিলি।
- কাজী কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যগ্রন্থের নাম লিখুন। উত্তর: দোলনচাঁপা, ছায়া নট, সিন্ধু হিন্দোল।
- কোন কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম 1930 সালে ছয় মাসের জন্য কারাবরণ করেন? উত্তর প্রলয় শিখা
- কাজী কাজী নজরুল ইসলামের প্রেম মূলক রচনা কোনটি? উত্তর: শিউলিমালা
- বহরোম বহরমপুর জেলে বসে 1330 সালে কবি নজরুল কোন কবিতাটি লেখেন? উত্তর ইন্দু প্রয়াণ।
- সাম্যবাদী সাম্যবাদী কাজী নজরুলের কোন জাতীয় রচনা? উত্তর: কবিতা
- সাম্যবাদী সাম্যবাদী কত সালে প্রকাশিত হয়। 1332 বঙ্গাব্দে 1 লা পৌষ লাঙ্গল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলাম
Md. Sohel Rana
Senior Teacher, Milestone CollegeMd. Sohel Rana, the author of BD24 Online School and Senior Teacher of Milestone School and College.