তোমার এলাকার বন্যার্তদের সাহায্যার্থে জনগণের পক্ষে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন পত্র রচনা কর।

তারিখ: ১৯ জুন ২০২২

বরাবর

জেলা প্রশাসক

কুমিল্লা।

বিষয় বর্ণনার্থদের জন্য সাহায্যের আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, অতীতের মতো এবারও আমাদের এলাকা সর্বনাশা বন্যার গ্রাস থেকে রক্ষা পায়নি। এবারের বন্যার স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। বন্যার ফলে নদী তীরবর্তী জনসাধারণের ভয়াবহ ক্ষতিসাদিত হয়েছে। ভেসে গেছে অসহায় কৃষকদের গরু বাছুর ও ফসলের ক্ষেত। হাজার হাজার মানুষ এখন পানিবন্দী। বিশুদ্ধ খাবার পানির অভাবে দেখা দিয়েছে কলেরা টাইফয়েড আমাশয় ইত্যাদি রোগ। অবিলম্বে খাদ্য পানীয় জল এবং চিকিৎসার সুব্যবস্থা না করলে দুর্গতদের বাঁচানো অসম্ভব হয়ে পড়বে।

অতএব এই ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করছি। একই সাথে আগামী বছর শীতে রবি মৌসুমের জন্য বীজ সার কীটনাশক কেনার জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য দান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক

বন্যা কবলিত গ্রামবাসীর পক্ষে,

হুমায়ূন আহমেদ

ষোল গ্রাম, কুমিল্লা