বাংলা সাহিত্য ও সাহিত্যিকদের পরিচয়

মঙ্গলকাব্য

  1. মঙ্গলকাব্য কি? উত্তরঃ বাংলা সাহিত্যের মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক কাব্য রচিত হয় যা মঙ্গলকাব্য নামে পরিচিত। মঙ্গলকাব্যমঙ্গলকাব্য কাহিনী শ্রবণ করলে সর্বাধিক অকল্যাণ পাস হয় এবং পূর্ণাঙ্গ মঙ্গলা ঘটে বলে ধারণা করা হতো তাই একে মঙ্গলকাব্য বলা হয়।
  2. মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় কি? উঃ মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় হচ্ছে বিভিন্ন দেবদেবীর গুনগান। এদের মধ্যে স্ত্রী দেবীদের প্রধান্য বেশি বিশেষত মনসা ও চন্ডীই এদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
  3. মঙ্গলকাব্য প্রধানত কত প্রকার ও কি কি? উত্তরঃ মঙ্গলকাব্য প্রধানত দুই প্রকার।
    • পৌরাণিক মঙ্গলকাব্য
    • লৌকিক মঙ্গলকাব্য
  4. কয়েকটি পৌরাণিক মঙ্গলকাব্য এর উদাহরণ দাও। কয়েকটি পৌরাণিক মঙ্গলকাব্য হলোঃ অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল ইত্যাদি।
  5. কয়েকটি উল্লেখযোগ্য লৌকিক মঙ্গলকাব্য এর নাম বল। উত্তরঃ মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, কালিকামঙ্গল, গৌরিমঙ্গল, সারদামঙ্গল ইত্যাদি।

2 thoughts on “বাংলা সাহিত্য ও সাহিত্যিকদের পরিচয়”

Leave a Comment