- আদি ও মধ্যযুগের বাংলা সাহিত্য
- আরাকান রাজসভায় বাংলা সাহিত্য
- মঙ্গলকাব্য
- নাথ সাহিত্য
- রোমান্টিক সাহিত্য
- কবিগান ও পুতি সাহিত্য
আদি ও মধ্যযুগের বাংলা সাহিত্য
আমাদের এই পর্যায়ে আমরা আদিও মধ্যযুগের বাংলা সাহিত্যের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোকপাত করছি।
- বাংলা লিপির উৎস কি? বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর বংশধর? বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। বাংলা ভাষা হিন্দু আর্য গোষ্ঠীর বংশধর।
- বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? এগুলো কোন সময়ে রচিত হয়েছিল? বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ গুলো সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত হয়েছিল।
- চর্যাপদে চর্যাপদে মোট কয়টি প্রবাদবাক্য পাওয়া যায়? চর্যাপদে অন্ততপক্ষে 6 টি প্রবাদ বাক্য পাওয়া যায়।
- চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী কি বলেছিলেন? উত্তর: চর্যার ভাষা কে হরপ্রসাদ শাস্ত্রী সন্দ্য ভাষা বলে আখ্যায়িত করেন।
- চর্যাপদে প্রাপ্ত প্রবাদ বাক্যের মধ্যে যেকোনো দুইটি প্রবাদবাক্য উল্লেখ করো
- দুহিল দুধ নাহি বেন্টে সামায়।
- আপনা মাসে হরিণা বৈরী।
- চর্যাপদের পুঁথি কে কোথা থেকে এবং কখন আবিষ্কার করেন? উত্তর: চর্যাপদের পথিকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার এর গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে আবিষ্কার করেন।
- চর্যাপদ চর্যাপদ এর রচিয়তা কে বা কারা? উত্তর: কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সবুরপাদ সহ মোট 24 জন ছিলেন।
- এদের মধ্যে সর্বাধিক চর্চা কে রচনা করেন? উত্তর: এদের মধ্যে কাহ্নপা সর্বাধিক চর্চা রচনা করেন। তিনি মোট 13 টি রচনা করেন।
- চর্যাপদের ভাষাকে কে বাংলা প্রতিপন্ন করেছেন? উত্তর অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
- চর্যাপদ কোন ছন্দে রচিত? উত্তর চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- বাংলা ভাষা কোথা থেকে এসেছে? উত্তরঃ মাগধী প্রাকৃত হতে।
- ভাষার ভাষার দিক থেকে বাংলার দ্বিতীয় গ্রন্থ কোনটি এবং তার কাল কত? উত্তর: শ্রীকৃষ্ণ কীর্তন। এর রচনাকাল চতুর্দশ শতক।
- বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? উত্তরঃ বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বড়ু চন্ডীদাস।
- শ্রীকৃষ্ণকীর্তন এর রচিয়তা কে? উত্তরঃ বড়ু চন্ডীদাস।
- শ্রীকৃষ্ণকীর্তন কত সালে উদ্ধার করা হয়? উঃ শ্রীকৃষ্ণকীর্তন ১৯০৯ সালের উদ্ধার করা হয়।
Awesome post! Keep up the great work! 🙂